![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
অনেক সাধের মন্দির
সাইয়িদ রফিকুল হক
তোমাকে বানিয়েছিলাম কত সাধের মন্দির,
আমার পূজার উপচার রইলো পড়ে
হঠাৎ তুমি কেন হলে এতো অধীর?
তোমার মুখে দেখেছিলাম কী সুন্দর হাসি!
আমার মন বলেছিলো ভালোবাসি
তাই নিয়েছিলাম শখের ফাঁসি।
অনেক আশায় অনেক ভালোবাসায়
গড়েছিলাম অনেক সাধের মন্দিরখানি,
লোভের বাসনায় শুনলে না তবুও তুমি
আমার শোভিত হৃদয়ের অমূল্য বাণী।
তোমার জন্য পুণ্যবাসনার আশে
ফুলগুলো পড়ে ছিল মন্দিরের পাদদেশে,
সব ফুল মাড়িয়ে তবুও তুমি চলে গেলে বেলাশেষে!
শূন্য পড়ে আছে তাই আমার অনেক সাধের মন্দির,
তবুও ভক্তের বেশে পূজারীর সাজে
আজও পরে আছি চীর!
হৃদয়ে আমার কোনো দুঃখ নাই—আছে কিছু ব্যথা,
ভগ্ন-মন্দিরের পাশে বসে বলে যাই সেইসব কথা।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা, বাংলাদেশ।
২| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ------
৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: আসলেই কবিতাটা খুব সুন্দর কবিতা হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
সঙ্গে শুভেচ্ছা আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।