![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মানুষের হৃদয় মরে গেছে
সাইয়িদ রফিকুল হক
আগে দেখতাম কী সুন্দর হৃদয় ছিল মানুষের!
সুবাসিত হৃদয়জুড়ে বাসা বুনতো বাবুইপাখি।
আর কত পবিত্র ফুল ফুটতে দেখেছি মানুষের হৃদয়ে!
শুধু মানুষের হৃদয়ে প্রতিদিন যেন ঝরে পড়তো ভোরের শিউলি!
এখন দেখি মানুষের হৃদয়ে বসে আছে কত শত কুমির!
আরও কত হাঙ্গর বুকের ভিতরে ধরে রেখেছে মানুষরূপী জীবেরা!
ওদের হৃদয় গোপনে-সংগোপনে আর প্রকাশ্যে কথা বলে শয়তানের সঙ্গে,
সেখানে দেখি সারি-সারি ফুটে আছে মানবতাবিরোধী অসংখ্য ধুতুরা ফুল!
শয়তানের দখলে চলে গেছে আজ অনেকের হৃদয়খানি,
এদের এখন মানুষের হৃদয় বলে কিছু নাই—এসব আজ শয়তানের বধ্যভূমি!
সুদৃশ্য মখমল কাপড়ে অনেকে ঢেকে রেখেছে তাদের কুৎসিত-বিকৃত হৃদয়!
সেখানে আজ অট্টহাসিতে প্রস্রাব করছে মানবজাতির প্রধান শত্রু শয়তান।
আগে কত সুন্দর হৃদয় ছিল এইসব সাধারণ মানুষের!
তালপাতার বাঁশির মতো সুরেলা ধ্বনিতে সেই হৃদয়ে বাজতো ভালোবাসার গান,
এখন মানুষরূপীদের হৃদয়ে প্রতিনিয়ত শুনতে পাই—বিষাক্ত সাপের ফোঁসফোঁসানি!
মানুষের হৃদয় বুঝি মরে গেছে—সেখানে আর কোনোদিন ফুটবে না ভালোবাসার ফুল!
সাইয়িদ রফিকুল হক
০৯/০১/২০২০
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
২| ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৩
ইসিয়াক বলেছেন: চরম সত্যি কথাগুলো লিখেছেন প্রিয় কবি ।
ফেলে আসা দিনগুলোই ভালো ছিলো ।
এখন মানুষের নিঃশ্বাসেও বিষ।
শুভকামনা ।