![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
পিতা ফিরে আসার দিন
সাইয়িদ রফিকুল হক
ঘরখানা ছিল একেবারে শূন্য,
কোথাও ছিল না আনন্দ কোনো,
সবাইতো ছিল মনমরা হয়ে,
মানুষের মনে তখনও ছিল
দারুণ এক উৎকণ্ঠা!
কবে আসবেন আমাদের পিতা?
আমাদের পিতা বাঙালি-জাতির
নন্দিত-জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পিতাহীন ঘরে মন যে বসে না মানুষের,
সবাই ব্যস্ত চিরবিশ্বস্ত পিতার খোঁজে,
সবারই মনে ব্যথা বাজে শুধু পিতার জন্যে।
কবে আসবেন আমাদের পিতা?
কবে আসবেন আমাদের তিনি?
বাঙালি-জাতির প্রিয় জনক
আসবেন বলে গাছপালা সব
শোভিত হলো যে ভালোবাসার রঙে!
গাছের গোলাপ রেখে দিলো গাছে যুবকবৃন্দ,
পিতা ফিরে এলে সুবাস ছড়িয়ে দিবে
মহানন্দে তাঁর চরণতলে।
অবশেষে পিতা ফিরলেন তাঁর স্বদেশভূমে,
নাচে মুখরিত স্বদেশের মাটি!
আকাশের নাচে বাতাসের নাচে
দুলে যে উঠলো সব বাঙালির হৃদয়ভূমি!
সেইদিন যেন স্বাধীনতার পূর্ণস্বাদ পেলো
হাজার-বছর সংগ্রামমুখর বাঙালি-জাতি।
আজকে পিতার গৃহে ফেরার দিন,
শোধ হবে আজ ভালোবাসায় পিতার ঋণ।
সাইয়িদ রফিকুল হক
১০/০১/২০১৮
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
অশেষ ধন্যবাদ আপনাকে।
পাশে থাকায় কৃতজ্ঞ।
কয়েকদিন আপনাকে দেখিনি!
প্রতি-সালাম ও শুভেচ্ছা রইলো।
২| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭
কলাবাগান১ বলেছেন: আজকে পিতার গৃহে ফেরার দিন,
শোধ হবে আজ ভালোবাসায় পিতার ঋণ।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।
৩| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
রূপম রিজওয়ান বলেছেন: জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা।
আজকের দিনে এরকম একটা কবিতা পোস্ট দরকার ছিল। দারুণ লিখেছেন।
সালাম ও শুভকামনা জানবেন।