![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
অনেক আশায় বসে আছি
সাইয়িদ রফিকুল হক
অনেক আশায় বসে আছি,
মূর্খগুলো এই জীবনে
একটু যদি মানুষ হয়!
সবার প্রাণে জাগবে আশা,
দেশের বুকে কুনোব্যাঙের
থাকবে নাকো ভয়।
পশুগুলো এখন দেখি
অনেক সুখে হেসে-হেসে
বলছে ভীষণ ধর্মকথা!
বিশ্বজুড়ে সবার মাঝে
পাপ-বপনে এই পশুদের
ঠিক নাই যে কুটিল মাথা।
ধর্ম এখন মুখের বুলি,
স্বার্থনেশার ডামাডোলে
চলছে কাদের পোদ্দারি?
ভালোমানুষ মাচার তলে
এই সুযোগে কলিযুগের নষ্টরা সব
করছে ভীষণ সরদারি।
মানুষ আছে কোথায় বলো?
পশুর দেখা সবখানে যে
ওরাই এখন দেশের রাজা!
পশুর গুহায় মানবজীবন
দিনে-রাতে চব্বিশঘণ্টা
হচ্ছে এখন ভাজা-ভাজা!
পশুগুলোর উত্থানে যে
দিনে-দিনে চোখের সামনে
নষ্ট হবে সমাজ-রাষ্ট্র,
এই সুযোগে ফায়দা লুটতে
ভীষণরকম দল বাঁধিয়া
নামছে মাঠে নীতিহীন আর ভ্রষ্ট!
চোরাবালির খাটে শুয়ে
আজব কিসিম স্বপ্ন দেখে
দেশের মানুষ ঘুমায় সুখে,
ধর্মব্যবসার যাঁতাকলে
প্রতিবাদীর মুখটা বন্ধ
ভাষা নাই যে দেশের মুখে!
অনেক আশায় বসে আছি
মূর্খগুলো এই জীবনে
একটু যদি মানুষ হয়!
সবাই মিলে বাঁচতে চাই যে
মানুষ হয়ে পশুর কথা
একজীবনে কতক্ষণ আর সয়?
সাইয়িদ রফিকুল হক
১৩/০১/২০২০
২| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫
রূপম রিজওয়ান বলেছেন: আপনার এ ধরণের কবিতাগুলো দারুণ লাগে। দুর্দান্ত!
থিম,শব্দচয়ন,ভঙ্গি সবকিছুই ভালোলাগার মতন।
তবে কিসের যেন একটা অভাব অনুভব করতে করতেই রাজীব নূর ভাইয়ের মন্তব্যটা চোখে পড়লো। আসলেই একটা ছবি সাথে দিয়ে দিতে পারতেন।
শুভকামনা জানবেন।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ সুহৃদ।
ছবি দিয়েছি।
অনেকদিন দেখি না!
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
কবিতার সাথে সামঞ্জস্য আছে এরকম একটা ছবি দিলেন না কেন?