![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মনের ভিতর একটা তুমি
সাইয়িদ রফিকুল হক
মনের ভিতর কে যে বসে
ডাকে তোমার নামটি ধরে!
ভালোবেসে আমায় তুমি
নিবে একটু আপন করে?
ক’দিন আগেও ছিলাম একা
ছিল নাতো ভাবনা কোনো,
তোমার নামটি মনপুকুরে
হঠাৎ করে ভাসলো যেন!
এখন বন্ধু ঘুম গিয়েছে
কোথায় যেন নির্বাসনে!
আহার-নিদ্রা ত্যাগ করেছি
মনমানুষের নির্বাচনে।
মনের ভিতর একটা তুমি
বসে আছো সংগোপনে,
যেমন করে জোনাক জ্বলে
গভীর কোনো বিজন বনে!
এত কাছে থেকেও তুমি
দাও না দেখা একটুখানি,
অনেক দুঃখে বলছি বধূ
এবার কর মেহেরবানি।
মনটা শুধু ভরে আছে
তোমার বড় মধু-নামে,
এবার আমায় নিয়ে চলো
তোমার চেনা স্বর্গধামে।
ভালোবাসার সরলপথে
হাঁটতে হবে দুজন মিলে,
একটু মায়া বাড়াও সখী
তোমার মধুর-নরম দিলে।
তোমার দেখা পাই না বলে
জীবনটা যে যাচ্ছেতাই,
মনের ভিতর একটা তুমি!
কবে তোমার দেখা পাই?
সাইয়িদ রফিকুল হক
১১/০১/২০২০
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: চেষ্টা করছি।
হয়তো একদিন জমবে।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
২| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭
এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে শুভেচ্ছা অন্তহীন।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী ,ভালো লাগলো ।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আনন্দিত হলাম ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর শুভেচ্ছা অফুরান।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে শুভেচ্ছা আর শুভকামনা।
৫| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৫
শের শায়রী বলেছেন: বাহ। ভালো লাগা।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা রইলো।
৬| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: কাঁচা লেখা।
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধীরে ধীরে লেখা পাকবে।
চেষ্টা করে যাচ্ছি।
অশেষ ধন্যবাদ আপনাকে।
আর শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: না জমলো না।