![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
সবার জন্য হাসবো
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভাসবো নাকো—হাসবো তোমার সুখে,
সবার জন্য মুক্তমনে আনবো হাসি মুখে।
ভালোবাসার শপথ নিয়ে হিংসা যাবো ভুলে,
তোমার সুখে হাসবো বন্ধু আপন মুখটি তুলে।
ভয় করি না কারও নিন্দা চলবো সরলপথে,
ভালোবাসার স্বপ্নজয়ে চড়বো সোনার রথে।
নিজের কষ্ট, নিজের দুঃখ, রাখবো অনেক ঢেকে,
বিশ্বভুবন ছেড়ে যাবো হিংসা চেপে রেখে।
সবার জন্য হাসবো বন্ধু—মনটা অনেক খুলে,
মধুর হাসি দেখবে আমার—তোমার দুচোখ তুলে।
নিজের দুঃখ ভুলে গিয়ে হাসলে পরের সুখে,
বেহেশতেরই অনুপ শোভা দেখবে আপন মুখে।
সাইয়িদ রফিকুল হক
১৭/০১/২০২০
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
২| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ!
খুব ভালো হয়েছে আপনার কবিতা।
অন্তমিল আমার দারুন পছন্দের।
২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
৩| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা, পড়ে ভালো লাগলো।
২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালোলাগায় আনন্দিত।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আর শুভেচ্ছা অন্তহীন।
৪| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: আপনি কি আমার মন্তব্যের উত্তর দিবেন না??
৫| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আরেকটি কবিতা মনে পড়ে গেল " সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে "
চমৎকার লিখেছেন। ভালো লাগলো।
২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।
৬| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১০
এম ডি মুসা বলেছেন: ভালো লিখেছেন কবিতা
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।