![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
একদিন আমি একটা সবুজ গ্রাম খুঁজতে গিয়েছিলাম
সাইয়িদ রফিকুল হক
একদিন আমি যেতে চেয়েছিলাম
একটা মনোলোভা অপূর্ব গ্রামে,
যার সবকিছু হবে সবুজ আর সবুজ,
যেখানে থাকবে অসংখ্য চিরসবুজ মানুষ,
যাদের মন হবে সবুজ, যাদের দুচোখ হবে সবুজ,
যাদের হৃদয় বরফের মতো ঢাকা থাকবে সবুজ গালিচায়।
একদিন আমি একটা সবুজ গ্রামে যেতে চেয়েছিলাম,
সকাল থেকে সন্ধ্যা অবধি কত যে খুঁজেছিলাম সেই গ্রাম!
কতজনকে জিজ্ঞাসা করেছিলাম সেই স্বপ্নের গ্রামের কথা
কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই কাঙ্ক্ষিত চিরসবুজের গ্রাম!
কত নগর কত জনপদ পেরিয়ে হন্যে হয়ে ঘুরেছিলাম সেই গ্রামের সন্ধানে
কিন্তু কেউ আমাকে একদিনের জন্য একটু নিয়ে যেতে পারেনি সেই গ্রামে!
একদিন আমি কত স্বপ্ন নিয়ে একটা সবুজ গ্রাম খুঁজতে গিয়েছিলাম,
মাঠের পর মাঠ পার হয়ে ছুটেছিলাম সবুজ মানুষের খোঁজে,
কত খালবিল পিছনে ফেলে উর্ধ্বশ্বাসে ঘুরেছিলাম কত শত গ্রামে!
কিন্তু কোথাও মেলেনি আমার স্বপ্নের চিরবসন্তের-চিরসবুজের গ্রাম!
আমি দেখেছি শুধু শ্মশানের মতো একগুচ্ছ জলন্ত রাবণচিতার গ্রাম!
সেখানে সবুজ মানুষ নাই, সবুজ স্বপ্ন নাই, আর মানুষের সবুজ চোখ নাই!
সবখানে এখন রাক্ষুসে ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিবেকবিধ্বংসী কীট-নগরী!
সাইয়িদ রফিকুল হক
১৯/০১/২০২০
২| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: চমৎকার। প্রানবন্ত।
২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা অন্তহীন।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪
জামু বলেছেন: সুন্দর লিখেছেন।
অফ টপিক-
আপনার লেখা ভূতের গল্প "বাড়িতে কেউ একজন আছে"
এটার পরের পর্বগুলো দিচ্ছেন না কেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লাভ এবং লোভে ভরে যাচ্ছে সব।