![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
প্রতিদানে প্রতিঘাত
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসি বলে প্রতিদিন কত গালমন্দ শুনি
তবুও কিছু বলি না—মুখ বুজে সই নীরবে!
আর যে তোমাকে খুব ঘৃণা করে
তাকে কত যত্নে কাছে টানো তুমি!
পৃথিবীর মানুষের ভালোবাসার কী পরিস্থিতি!
মানুষের মনে কী আছে—জানা নাই আমার!
ভালোবাসার চেয়ে পাপের খাদ্য পছন্দ তাদের।
সহানুভূতির চোখে তারা ঢেলে দেয় ঘৃণার বিষ,
অন্তরচক্ষু মরে গেছে যাদের—তাদের মৃত বলি আজ,
চর্মচক্ষের চামারগুলো বোঝে না ভালোবাসার মর্ম,
দেহবাদী নাশকতায় মত্ত আজকে বারোয়ারি সুন্দরী!
ভালোবাসি বলে আজ কত অপরাধ তোমার কাছে,
দুই চোখের বিষ হয়ে দাঁড়িয়ে থাকি তোমার মঙ্গল কামনায়,
আর তুমি কারও ঘৃণার পাহাড় ঠেলে ছুটছো স্বার্থনেশায়!
ভালোবাসি বলে তোমার ঘৃণাসমূহকে বানিয়েছি সুগন্ধি!
আর সেই তুমি বারেবারে প্রতিদানে দিচ্ছো বিরাট প্রতিঘাত!
সাইয়িদ রফিকুল হক
২৬/০১/২০২০
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৭
শরীফ আজিম বলেছেন: গোছানো তথ্যবহুল লেখা!
২১ শে মার্চ, ২০২০ রাত ১১:০৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছা।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সুন্দর ভাষা।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা।
৪| ১২ ই মার্চ, ২০২০ রাত ১০:৩১
সায়েম০৭১ বলেছেন: ভালো লেগেছে। খুব ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১
নেওয়াজ আলি বলেছেন: অনুপম, প্রিয় শুভ কামনা অহর্নিশি।