![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বুকের ভিতর কষ্ট আছে
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর কষ্ট আছে—কষ্ট দেখা যায় না রে,
এই দুনিয়ায় কষ্ট বুঝার মানুষ কোথায় পাই রে?
সবখানে যে লোকদেখানো আছে অনেক স্বজন!
হাজার লোকের বিরাট ভিড়েও পাই না খুঁজে সুজন।
বুকের ভিতর কষ্ট আছে—কষ্ট বাড়ে ভণ্ড দেখে,
অনেকজনই সাধু সাজে মনভুলানো রঙ মেখে!
ভালোমানুষ কোথায় আছে? আয় রে সবাই ছুটে,
তোমার ছোঁওয়ায় পরশপাথর নিবো এবার খুটে।
বুকের ভিতর কষ্ট আছে—পাই না কোথাও সান্ত্বনা,
আপন ভেবে কাছে যেতেই পেলাম শুধু লাঞ্ছনা!
মানুষগুলো কোথায় আছে? খুঁজি শুধু মানুষ,
শহরজুড়ে চাই না কেহ—ভণ্ড-মেকী-ফানুস।
সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০২০
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সেই চেষ্টাই করছি ভাই।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা রইলো।
আর শুভকামনাও।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: আসলে দুঃখ কষ্টের কথা লিখে ফেললে, মন হালকা হয়। এবং দুঃখকষ্ট গুলো মিইয়ে যায়। (প্রমানিত)
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এখন থেকে তা-ই করবো।
দুঃখের কাব্য ঝেড়ে ফেলবো বাতাসে।
সুবাস পাবে মানুষে।
অবিরাম শুভেচ্ছা আর শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২
রাজীব নুর বলেছেন: বুকের ভেতরের কষ্ট গুলো সব লিখে ফেলুন।