নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর পথে

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

পৃথিবীর পথে
সাইয়িদ রফিকুল হক

পৃথিবীর পথে অনেকদূর হেঁটে
অবশেষে থামলাম এক নিস্তব্ধ মাঠে,
সেখানে পৃথিবীর সোনালি ফসলগুলো
মরে পড়ে ছিল অনেক আগে থেকে!
মানুষের আনাগোনা ছিল না সেই নিস্তব্ধক্ষণে
শুধু দেখেছি বিবর্ণ মাঠের নির্মম হাসিটুকু।

পৃথিবীর পথ চলতে-চলতে আজ আমি ক্লান্ত
তবুও শেষ হয় না জীবনের এই পথচলা!
পথের পাশে, পথের বাঁকে আরও কত পথ!
জীবনের অলিগলি যেন আজ মিশেছে এই পথে।
পথের ঠিকানা খুঁজে-খুঁজে বিক্ষুব্ধচিত্তে হয়রান হলেও
কেউ দেখিয়ে দেয় না জীবনের একমাত্র পথের ঠিকানা!



সাইয়িদ রফিকুল হক
০৭/০২/২০২০

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: এত দিন কই ছিলেন??
কবিতা বরাবরের মতোন সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এতদিন নিস্তব্ধ ছিলাম।
ঢাকায় ছিলাম।

পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা। ;)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


নকল

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কার কবিতার নকল বললে ভালো হতো ভাই।

জীবনানন্দ দাশের “বনলতা সেন” অনেকবার পড়েছি। এখনও পড়ছি।
কিন্তু নকল করিনি।

ধন্যবাদ আপনাকে।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৫

নেওয়াজ আলি বলেছেন: অনন্য লিখনী।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: একজন কবির সব দুঃখ থাকে তার বুকের মধ্যে চাপা। নির্জনে সেই দুঃখ মুক্তি পায় শব্দ সমাহারে কিংবা সুরে। 'ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।' চাবি ভাঙ্গলে কি ঘর খোলা যায়? ঘর খুলতে গেলে ভাঙ্গতে হয় তালা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সেই তালা-ই খোলার চেষ্টা করছি।
বুকগভীরে লুকিয়ে আছে কত কাব্য-উপন্যাস!
সব রিলিজ করতে না পারলে শান্তি নাই!

অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.