নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মনের ময়লা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫২

মনের ময়লা
সাইয়িদ রফিকুল হক

কাপড় কাচার মতো করে মনের ময়লা যদি পারতাম বের করে দিতে
তবে বন্ধু কী যে শান্তি আসতো আমাদের এই পৃথিবীতে।
মনের মধ্যে কেমন করে জমে যে এতো ময়লা!
মনটা পুড়ে দিনে-দিনে কেন যে হয় এমন কয়লা!

ভালোবাসার এমন একটা মনের মধ্যে বাসা বাঁধে ক্রোধ-ময়লা,
মনের ভিতর বারুদ জমে, বিস্ফোরণে পড়ে থাকে অগণিত কয়লা!
মনের ব্যাধি তাড়াতে আজ নিতে হবে বিরাটবড় শপথ,
ক্রোধ-ময়লা না তাড়ালে জীবনটা যে হবে ভীষণ শ্লথ।

রাগারাগি মানুষের নয়—এসব বন্ধু, খোদ পশুদের অলংকার,
মানুষ হলে ক্রোধরাগ ছেড়ে সবাইকে আজ ভালেবেসে কর নমস্কার।
এসো বন্ধু, জীবনের এই অল্পসল্প পরিসরে ঝেড়ে ফেলি সকল রাগ,
আজকে থেকে আমাদের এই মনের মধ্যে জন্মে যেন চিরায়ত অনুরাগ।


সাইয়িদ রফিকুল হক
১০/০২/২০২০

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা আর শুভকামনা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: বেশ ।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম ভাই। ;)
অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.