নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

নির্ভয়া-ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে

২০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪০



নির্ভয়া-ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে
সাইয়িদ রফিকুল হক

আজ থেকে সাত বছর আগে ভারতের দিল্লিতে চলন্ত-বাসে ‘নির্ভয়া’ নাম্নী এক নারীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। ৪টি হিংস্র প্রাণি তাকে নির্মমভাবে গণধর্ষণ করেছিল। এদের ফাঁসির আদেশ দেওয়া হয়। কিন্তু এই ফাঁসি বাঁচাতে অনেক ষড়যন্ত্র হয়েছে। অবশেষে ভারতের রাষ্ট্রপতি এই ৪টি ধর্ষক ও হত্যাকারী নামক জারজসন্তানের প্রাণভিক্ষার আপীল খারিজ করে দিয়েছিলেন। অবশেষে দিনক্ষণ ঠিক করে শুক্রবার-ভোররাতে এই ৪টি জারজসন্তানের ফাঁসি কার্যকর করা হয়েছে।

ফাঁসিতে দণ্ডিত ৪টি ধর্ষক জারজসন্তান হলো:

মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্ত।

২০১২ সালের ১৬ই ডিসেম্বর মেডিক্যাল কলেজের ছাত্রী নির্ভয়াকে পালাক্রমে গণধর্ষণ করে উপরিউক্ত ৪টি জারজসন্তান। ধর্ষণের পাশাপাশি তার ওপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছিল। এরফলে ২০১২ সালের ২৯-এ ডিসেম্বর মারা যান নির্ভয়া। তার মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে ফেটে পড়ে সারাভারত।


নিহত নির্ভয়ার ছবি:

পৃথিবীতে ধর্ষক-খুনী জারজসন্তানদের এভাবেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। তবেই না পৃথিবী বিপর্যের হাত থেকে রক্ষা পাবে। আর এক্ষেত্রে এদের বিচারপ্রক্রিয়া আর দ্রুত আরও বেগবান করা প্রয়োজন। বিচারের বাণী যেন এভাবে বছরের-পর-বছর নীরবে-নিভৃতে না কাঁদে।


সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০২০

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৭

নেওয়াজ আলি বলেছেন: Good news

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।

২| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

নতুন বলেছেন: আমাদের দেশেও দৃস্টান্ত মুলক সাজা দরকার নতুবা ধষ`নের ঘটনা কমবেনা।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্য ও সুন্দর বলেছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।

৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো খবর।
আমাদের দেশে হবে
এমন বিচার কবে!!

২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বী, ভাই, এমনই বিচারই চাই আমাদের দেশেও।
এদের কঠোরহস্তে দমন করতে হবে।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।

৪| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে তো ধর্ষক ধরাই পড়ে না।

৫| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৬

ফাহমিদা বারী বলেছেন: আশাপ্রদ খবর!

৬| ২১ শে মার্চ, ২০২০ রাত ১২:৫৩

সোহানী বলেছেন: উকিল আরো অনেকের যোগসাজসে চেস্টা করেছিল তারা দিনের পর দিন মামলাকে বিভিন্নভাবে ডাইভার্ট করতে। যাহোক, শেষ পর্যন্ত ফলাফল পাওয়া গেল কিন্তু এরই মাঝে চলে গেল দীর্ঘ ৭ বছর। এরকম খুনীকে বিচারের আওতায় আনতে দিল্লীর কোর্টের লেগেছে ৭ বছর!!!

..........প্রশ্ন আমরা কি পেরেছি এমন কিছু সাজা দিতে এ পর্যন্ত???? আমাদের ধর্ষকরাতো ধরাই পড়ে না, ওরাতো আমাদের মাঝেই লুকিয়ে থাকে ভালো মানুষের মুখোশ পড়ে.............

৭| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৪

রানার ব্লগ বলেছেন: সাবাস !!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.