![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মানুষগুলো কেমন যেন
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো কেমন যেন
মানছে নাকো আইন!
করোনাতেও এই পশুদের
করতে হবে ফাইন?
রাস্তাঘাটে চলাফেরা
করছে পশু অবাধে,
মানুষজনের স্বার্থদেখা
নাই যে ওদের স্বভাবে।
এই পশুদের বন্দি করে
কমাও প্রকোপ রোগের,
নইলে সবাই তৈরি থেকো
কঠিনতর দুর্ভোগের।
দেশের মানুষ ভালো থাকুক
চায় না কিছু পাপী,
লকডাউনেও তারা সবাই
করছে চাপাচাপি!
মানুষগুলো কেমন যেন
বুঝতে চায় না ভালো,
ভালোকথায় এদের সবার
মুখটা হয় যে কালো!
সোজাকথায় কাজ না হলে
চালাও জোরে লাঠি,
দেখবে তখন ভণ্ডগুলো
আইন মেনে হবে পরিপাটি।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২০
২| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
শুভ নববর্ষ! মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। নতুন বছরে সুস্থ থাকুন, ভাল থাকুন এই শুভকামনা।
দূর হোক করোনা।
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮
রূপম রিজওয়ান বলেছেন: লাভ নেই।
কেমন আছেন??
নববর্ষের শুভেচ্ছা।
৪| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১
ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭
নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে শুভেচ্ছা আপনাকে ।