নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তোমাকে চিনতে দাও নারী

৩১ শে মে, ২০২০ সকাল ১১:৫১

তোমাকে চিনতে দাও নারী
সাইয়িদ রফিকুল হক

তোমার ঘোমটা খুলে ফেল নারী,
তোমাকে একটু চিনতে দাও।
তুমি জঙ্গি নাকি বাঙালি?
বুঝতে পারি না আজ কোনোমতে।
তোমার মাথায় সাপের ফণা!
মুখে শুধু নেকাব বাঁধা।
রহস্যময় অবগুণ্ঠনে কী স্বাদ আছে
শুধু একবার বলে দাও কানে-কানে।

পুণ্যপথে বেড়া দিয়ে পাপের পথ
করে দিয়েছো একেবারে উন্মুক্ত!
অনেক কাপড়ের ভাঁজে-ভাঁজে কত কষ্টে
নিজেকে লুকিয়েছো চিরসত্য গোপন করে।
শীত-গ্রীষ্মে মনের বিরুদ্ধে আর ইচ্ছাকে কবর দিয়ে
আজ তুমি কোন্ খেয়ালের বশে হয়েছো তাঁবুর বাসিন্দা!
তোমার ঘোমটা খুলে ফেল নারী,
সহজ-সরল পথে হেঁটে পৌঁছে যাও মঞ্জিলে মকসুদে।
তোমাকে চিনতে দাও হে নারী,
তুমি আজ বাঙালি নাকি তাঁবুর ভিতরে আচমকা এক জঙ্গি?


সাইয়িদ রফিকুল হক
৩০/০৫/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকে চিনতে দাও হে নারী,
তুমি আজ বাঙালি নাকি তাঁবুর ভিতরে আচমকা এক জঙ্গি?

.................................................................................
নারীর রুপ দেবতাও ন্ জানে হা হা হা !

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সেই ভয়েই তো আছি।

আপনাকে অশেষ ধন্যবাদ
আর শুভেচ্ছা।

২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা ভাই।

৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩২

নেওয়াজ আলি বলেছেন: অনুপম, লেখা। 

৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ২:৩৩

কামরুননাহার কলি বলেছেন: নারীদের দোষগুন না ধরে একটু নিজেদের দিকে তাকান। নিজে ভালো তো জগৎ ভালো। কথায় আছে না “ নিজের গায়ে কত ময়লা অন্যে কই থু থু” এই সব পাল্টান পাল্টান ভবিষতের জন্য ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.