নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ভাবান্তর

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৪১

ভাবান্তর
সাইয়িদ রফিকুল হক

অনেক দেখায় নেশা জমে
নেশা কাটে ভাবে,
এই জগতে হাজার পেলেও
রদ হয় না স্বভাবে।

পেট ভরে যায়—চোখ ভরে না
তৃষ্ণা মেটে না!
ভাবের পাগল হইলে তবে
তৃষ্ণা কোনো রয় না।

ভাব ছাড়া ভাই হয় না শিক্ষা
এসো গুরুর কাছে,
নইলে তুমি জনমভরে
কাঁদবে সবার পাছে।

নিজকে তুমি যতই ভাবো
রথী কিংবা মহারথী,
গুরু বিনা এই জগতে
মূর্খ তুমি বিরাট হস্তী!

ভাবের দেখা পাইলে তুমি
হবে মানুষ সোনার,
তোমার হাতে দিবে ধরা
বেহেশতী সব আনার।

যুগজনমের পথভোলা সব
আয় রে ছুটে আয়,
অহংকারের পাহাড় ভেঙে
ফুল ছুঁড়ে দে গুরুর পায়।

সোনার মানুষ হইতে হইলে
লাগবে ভীষণ বিনয়,
গুরুর ছোঁয়া না পেলে যে
সব হবে তোর ক্ষয়।


সাইয়িদ রফিকুল হক
৩০/০৫/২০২০



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই জুন, ২০২০ সকাল ৮:০৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা নেবেন।

২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:০১

এম এ হানিফ বলেছেন: সুন্দর লিখেছেন

৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:২৫

গুরুভাঈ বলেছেন:

ওহে হস্তি সকল, আর নয় ব্রেনে ধকল
এইযে এসে গেছে আমি গুরু,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.