![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
একটা মুখের হাসি
সাইয়িদ রফিকুল হক
একটা মুখের হাসি কেন এতো দেয় মাতাল করে!
সেই মুখটা ভুলতে গিয়েও পারি না জনমভরে।
কতবার ভুলতে গিয়েছি সেই মুখ
ভুলতে পারি নাই কোনোমতে,
আমার এই বুকের সিংহাসনে
সে যে হাজির হয় চড়ে স্বর্ণরথে!
কেউ তো আজও বলে দেয় না
তাকে ভুলবো কেমন করে!
নতুন একটা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি
সেই মিষ্টি মুখের মায়ায়,
সে যে কাছে আসে না, কাছে ডাকে না
তবু তাকে ভোলা যায় না হায়!
সারাদিনের সকল কাজের মাঝে সেই মুখ যেন
কেমন করে শুধু মনে পড়ে!
সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২০
১৩ ই জুন, ২০২০ সকাল ৮:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৩ ই জুন, ২০২০ সকাল ৮:০৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
‘সেইফ’ হওয়ায় শুভেচ্ছা-স্বাগতম।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী ।