নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

সত্যবাদী চক্ষুশূল

০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫



সত্যবাদী চক্ষুশূল
সাইয়িদ রফিকুল হক

সত্যবাদী হলেই তুমি
হবে লোকের চক্ষুশূল,
ভণ্ডগুলোর আক্রমণে
ঝলসে যাবে মর্মমূল।

তারপরও কি থেমে যাবে?
করবে না আর প্রতিবাদ?
সত্যকথায় ভাত নাইরে
মিথ্যা পুরায় সাধ!

সবাই এখন মিথ্যাপাগল
কেউ বা শখে ছাগল!
সত্যবাদীর দেখামাত্র
বন্ধ করে আগল!

সক্রেটিসের ফাঁসি হইছে
সত্য বলার দোষে,
সত্য এখন পলাতক যে
প্রভাবশালীর রোষে!

এতকিছুর পরেও তুই কি
সত্য বলবি হেসে?
মিথ্যাবাদীর গরম রোষে
তুই যে যাবি ভেসে!

সত্যবাদী সংখ্যালঘু
তার যে বিপদ ভারি!
সত্য শুনে নিজের বউও
দেয় যে শুধু আড়ি!

সত্যবাদীর বাড়ি নাইরে
নাইরে কোনো দেশ,
সত্য ছেড়ে মিথ্যা ধরলে
থাকবে সুখে বেশ!


সাইয়িদ রফিকুল হক
০৯/০৬/২০২০

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লেখা ।

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:০২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা রইলো। ;)

২| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূল বক্তব্য ভালো। প্রথম স্তবক সুন্দর হয়েছে, পরের স্তবকগুলোতে ছন্দের গোলমাল হয়েছে প্রচুর। হঠাৎ 'হইছে' শব্দ নিতান্ত বেমানান। ছন্দের প্রতি মনোযোগী হলে আপনার কবিতা চমৎকার হবে।

শুভকামনা আপনার জন্য।

০৯ ই জুন, ২০২০ দুপুর ২:১৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতাপাঠে প্রীত হয়েছি।
আপনাকে অশেষ ধন্যবাদ।

আর শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।

০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৫১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হলুম আপু।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে। ;)

৪| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

সত্য বলাটা অনেক সময় কঠনি হয়ে যায়। অথচ সত্য নেই বলে সব জায়গায় দেউলিয়া অবস্থা ।

০৯ ই জুন, ২০২০ বিকাল ৫:১০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো বলেছেন।

আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
আর শুভকামনা।

৫| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সত্যবাদীকে কেউ পছন্দ করে না।

১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্য কথা বলার জন্য অশেষ ধন্যবাদ।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।

৬| ০৯ ই জুন, ২০২০ রাত ৮:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সত্য বলতে হবে

১৩ ই জুন, ২০২০ সকাল ৮:০২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিক বলেছেন।
সত্যই বলতে হবে।

আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.