![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
জেগে ওঠার আশায়
সাইয়িদ রফিকুল হক
আগুনের সলতে নিভে যাওয়ার আগে
হঠাৎ দেখি জ্বলে ওঠে দপ করে খুব!
মানুষগুলো নিঃশেষ তবু জ্বলে ওঠে না!
বিবেক-অনুশোচনা জেগে ওঠে না মনে!
সবাই কি ঢুকেই গেছে অন্ধকারের গহ্বরে?
কেউ কি জাগবে নাকো অন্ধকার ঠেলে!
বারুদ যে ভালো লাগে তার মহাশক্তি দেখে,
ঝিমমারা দুর্বলতা ভালো লাগে না কখনো।
মরার আগে সবাই জ্বলে উঠুক একত্রে,
বিশ্বভূমি রক্ষা পাবে মহাবিপর্যয় থেকে,
মানবের পরাজয় দেখতে হতো না আর,
কবে যে জ্বলে উঠবে মৃতপ্রায় মানুষেরা!
সাইয়িদ রফিকুল হক
০৮/০৮/২০২০
০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা বাংলাদেশের পটভূমিতে লেখা।
মানুষ আগের মতো নাই।
তবুও মনে স্বপ্ন উঁকি দেয়, একদিন মানুষ জেগে উঠবে।
অশেষ ধন্যবাদ আপনাকে।
আর শুভেচ্ছাও।
২| ০৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কেউ তো ডাক দিচ্ছে না,নূরলদীনের মতো,” জাগো বাহে কোনঠে সবাই”আসলে মানুষ সঠিক নেতৃত্ব পাাচ্ছে না।বিশ্ব ব্যবস্থা একটা ঘোরের মধ্যে আছে।
০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিকই বলেছেন।
আর,
অধিকাংশ মানুষ এখন বৈষয়িক।
সঠিক নেতৃত্ব কে দিবে?
আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।
০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অশেষ ধন্যবাদ।
আর সবসময় শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
যদি কবিতা বাংলাদেশের পটভুমিতে লিখে থাকেন, আমাদের জনতার ঐক্য ভেংগে গেছে, মানুষ মানুষকে বিশ্বাস করে না, মানুষ মানুষের উপর আস্হা হারায়েছে।