![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বাংলার সবখানে আমাদের বঙ্গবন্ধু
সাইয়িদ রফিকুল হক
এই বাংলার সবখানে আজও দেখি তোমাকে,
বাংলার মুখে যে প্রশান্তির হাসি ফুটেছে
সেখানেও দেখি আজ শুধু তোমাকে।
তোমার ছায়ায় বেড়ে উঠছে বাংলার সবকিছু,
এই বাংলার হাসি-গানে শুধু তোমার মাহাত্ম্য,
বলো সবাই, আমাদের বঙ্গবন্ধু আজ নাই কোনখানে?
সবখানে আজ দেখি শুধু তোমাকে,
তোমার প্রেমময় ছায়াটুকু এখনও যেন
পড়ে রয়েছে বাংলার সকল ধানক্ষেতে,
তোমার হাসিটুকু এখনও যেন
মিশে আছে বাংলার সকল ফুলে-ফলে,
তোমার ভালোবাসা আজও জোয়ারভরা ঢেউ তোলে
এই বাংলার সকল নদ-নদীতে,
তোমার দেশপ্রেম আজও জোয়ার আনে
বাংলার সকল মরা-গাঙে।
এই বাংলার সবখানে রয়েছে বঙ্গবন্ধু,
বাংলার আকাশে বঙ্গবন্ধু,
বাংলার বাতাসে বঙ্গবন্ধু,
বাংলার ধানক্ষেতে বঙ্গবন্ধু।
বাংলার কৃষক ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার শ্রমিক ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার বাউল ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার মেহনতী মানুষ ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার সকল ছাত্র-শিক্ষক ডাকে বঙ্গবন্ধু বলে,
বাংলার সবাই তোমাকে আজও দেখতে চায় বঙ্গবন্ধু!
এই বাংলার কোথায় নাই আমাদের বঙ্গবন্ধু?
কৃষকের হাসিতে আমাদের বঙ্গবন্ধু,
সাধারণ মানুষের ভালোবাসায় আমাদের বঙ্গবন্ধু,
শোষিত-বঞ্চিত-লাঞ্ছিত মানুষের পাশে আমাদের বঙ্গবন্ধু,
তবুও তোমরা একবার বলো—কোথায় নাই বঙ্গবন্ধু?
সাধারণ মানুষ মরে যায়,
আর সাধারণ মানুষ মরে গেলে
দিনে-দিনে আরও চাপা পড়ে যায়,
আর তার কোনো সন্ধান হয় না ইতিহাসে।
আর আমাদের বঙ্গবন্ধু
মৃত্যুর পরে আরও জেগে উঠেছে!
আরও সমৃদ্ধ হয়েছে!
ঘাতকের বুলেট তাঁকে দাবাতে পারেনি,
আর মৃত্যুর পরেও বঙ্গবন্ধু জীবন্ত ইতিহাস।
বাংলার আকাশে দেখি শোকের চিহ্ন,
বাংলার বাতাসে দেখি বেদনার দীর্ঘশ্বাস,
বাংলার ফুলগুলো ঝরে যাচ্ছে অকালে,
আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর শোকে,
বাংলার পাখিগুলো নীরব হয়ে আছে আজ,
কোনো পাখি আজ গাইছে না গান!
বাংলার শ্যামলিমা রূপ আজ বিধ্বস্ত,
শুধু আমাদের জনক বঙ্গবন্ধুর শোকে।
এই বাংলার মাঠে-ময়দানে এখনও দেখি বঙ্গবন্ধুর হাসি,
ফসলের মাঠগুলো যেন তাঁরই হাসিমুখের প্রতিচ্ছবি,
দূর্বাঘাসের ডগায় যে শিশিরবিন্দু জমে ওঠে
সেখানেও দেখি বঙ্গবন্ধুর নিষ্পাপ মুখের হাসি।
এই বাংলার সবখানে আজও আমাদের বঙ্গবন্ধু,
তোমরা বলো হে ঘাতক, কোথায় নাই আমাদের বঙ্গবন্ধু?
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৫/০৮/২০১৭
২| ১৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে।
শ্রদ্ধাঞ্জলি জাতির জনক বঙ্গবন্ধুকে।
১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালো লাগায় অতীব আনন্দিত।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৩| ১৬ ই আগস্ট, ২০২০ সকাল ৭:২৮
কলাবাগান১ বলেছেন: এই বাংলার সবখানে আজও আমাদের বঙ্গবন্ধু,
তোমরা বলো হে ঘাতক, কোথায় নাই আমাদের বঙ্গবন্ধু?
১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর শুভেচ্ছা অন্তহীন।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।