![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
হলুদ পাতার মতো ঝরে গেলে
সাইয়িদ রফিকুল হক
হলুদ পাতার মতো ঝরে গেলে একদিন
খুব খুশি হবে তুমি! শান্তি পাবে অন্তরে!
কেউ তোমাকে কখনো জ্বালাবে না আর
জ্বালাতন করবে না কোনো সকাল-দুপুরে!
খুব আয়েশি ভঙ্গিতে নরম রোদে বসে
তুমি খেতে পারবে তোমার প্রিয় কফি!
হলুদ পাতার মতো টুপ করে একদিন
হয়তো ঝরেই যাবো পৃথিবীর মায়া ছেড়ে!
তখন তুমি আবার ডেকো নাকো আমার
নাম ধরে বারেবারে, কোনো করুণসুরে!
সবাই তো ঝরে যাবে সময় ঘনিয়ে এলে,
একদিন সকলেই হলুদ পাতা হবে যে!
কেউ জানবে না তার ঝরে যাওয়ার কথা!
শুধু তার স্বপ্নগুলো রবে সবুজের মতো।
সাইয়িদ রফিকুল হক
২০/১১/২০২০
১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আনন্দিত হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা।
২| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৬
রানার ব্লগ বলেছেন: লেগে থাকুন, জানেন না যতক্ষন শ্বাস ততক্ষন আশ !!!
১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
শুভকামনা রইলো।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০
নেওয়াজ আলি বলেছেন: বেশ সমৃদ্ধময় চয়ন
১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৮
খালিদ ইমদাদ বলেছেন: বাহ,ভালো লাগলো...
১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালোলাগায় আনন্দিত।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: অতি চমৎকার একটা কবিতা লিখেছেন।
৬| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: এতদিন কোথায় ছিলেন??
১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: উপন্যাস লেখায় ব্যস্ত ছিলাম।
আপনার জন্য শুভকামনা।
আর শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫০
কালো যাদুকর বলেছেন: অনেকদিন পরে পড়লাম প্রিয় কবি আপনার কবিতাখানা।
সত্যই স্বপগুলোই বেচেঁ থাকে।