![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
এসো কানামাছি খেলি
সাইয়িদ রফিকুল হক
এসো হে সবাই মিলেমিশে
কানামাছি খেলি,
আর চোখবেঁধে চিরতরে
অন্ধ হয়ে যাই।
তাইলে আমাদের দেখতে হবে না আর
সমাজের এই পাপ-তাপ-কূপমণ্ডূকতা!
কতকাল আর থাকবো এমন নির্বিকার?
তারচেয়ে হয়ে যাই কানা,
আর নাইবা হলাম মাছি,
আমাদের চোখগুলো একটু রাখি ঢেকে,
তাইলে পাপাবিলাসীদের মুখে ফুটে উঠবে
সাতরাজ্যের মনোলোভা হরেকরকম হাসি!
তখন আমি, তুমি আর আরও অনেকে
সবার কাছে হতে পারবো খুব প্রিয়পাত্র!
তুমি, আমি চক্ষুষ্মান থেকে কী লাভ হবে?
সবার চোখে পড়েছে কালো পর্দার ছানি,
সবাই এখন না-দেখার করছে বিরাট অভিনয়!
অথবা নিজের চোখ দুটো বেঁধে খুব ফায়দা লুটছে,
দিবারাত্রি সুবিধাবাদীদের সঙ্গে অহরহ করছে মাস্তি,
আর কত ভালোবেসে খেলছে কানামাছি!
তুমি কিছু দেখলে চোখ বন্ধ করে ফেল,
আমি কিছু দেখি নাই অনেকদিন যাবৎ!
বদ্ধঘরে চোখ বন্ধ করে এখন শুধু প্রাকটিস করি
সবার সঙ্গে জোটবেঁধে দুর্দান্ত কানামাছি খেলার!
এসো সবাই পুরাতন লজ্জাটুকু একেবারে ঝেড়েমুছে,
মনের আনন্দে এবার ভালোবেসে খেলবো কানামাছি!
সাইয়িদ রফিকুল হক
০৭/০১/২০২১
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: একদল লোভী।
যাহারা লোভী তাহারা সমাজে পাপ-তাপ করে বেড়াচ্ছে।
অশেষ ধন্যবাদ আপনাকে।
২| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
এম ডি মুসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: আমি অন্য কিছু খেলার কথা ভাবছি।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
সমাজে পাপ তাপ কাহারা করে বেড়াচ্ছে?