নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ছবি: নিজের অ্যালবাম থেকে
জীবনের আশা
সাইয়িদ রফিকুল হক
জীবনের আশা কখনো কারও হয় না পূরণ,
আশার প্রদীপ নিভে গেলে বাড়ে হৃদয়-ক্ষরণ!
প্রদীপ জ্বালাতে গেলেও আবার মনে জাগে ভয়।
ছোট্ট বুকে তবু কত আশা যেন আজো জেগে রয়!
সবকিছু যেন মিথ্যা মনে হয়, শুধু সত্য ফাঁকি!
কারও যন্ত্রণা মুছে দিতে আজ কেউ পারে নাকি?
সকালে ভেবেছি, বাসনা পুরাবে হয়তো সন্ধ্যায়,
তবু জ্বলে নাকো আশার প্রদীপ, সন্ধ্যা চলে যায়!
মানুষের বুকে পাষাণ বেঁধেছে শত জুলুমের বাসা,
এইসব মনে পরার্থে কখনো জাগবে একটু ভালোবাসা?
জীবনের ঘণ্টা বেজেই চলেছে, হঠাৎ যাবে থেমে,
হিসাব-নিকাশে ভাবনায় তুমি উঠবে যে ঘেমে!
বুকের ভিতরে এখনও কেন জাগে নাকো মৃত্যুভয়!
আশানিরাশার দোলাচলে তবু ডুবছে অমূল্য সময়।
আয়রে সবাই একটু দাঁড়াই আর্ত-মানুষের পাশে,
জীবনের আশা নইলে সবার মরবে এবার রুদ্ধশ্বাসে!
ছন্দ: মাত্রাবৃত্ত
মূলপর্ব: ৬+৬+৬ মাত্রা
[তবে কোনো-কোনো চরণের শেষে অপূর্ণ পর্বে ১, ২মাত্রাও রয়েছে।]
সাইয়িদ রফিকুল হক
১৪/০১/২০২১
১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এমনিতে কবিতার পাঠক কম। আর কবিতা আসলে সবাই বোঝেও না।
পাশে থাকায় কৃতজ্ঞ ভাই। আর শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: মানবিক কবিতা লিখেছেন। আহবান জানিয়েছেন। কিন্তু মানুষজন ব্যস্ত নিজ নিজ কামনা বাসনায়।