নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

আবার ফুটবে ভালোবাসার ফুল

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৭



আবার ফুটবে ভালোবাসার ফুল
সাইয়িদ রফিকুল হক

শহরের মাথাগুলো ভিজে গেছে বিষে,
বারুদে ডুবে আছে ফুলের মতো হৃদয়!
যে-হাত একদিন ভালোবাসতো কলম
সেই হাত আজ খুব ব্যস্ত কালোটাকা গুণতে!

মানুষের পাপ বহন করে-করে
আজ আমাদের প্রকৃতির মাথা খারাপ!
আগের মতো তাই আর দেখি না আলো,
পাই না তার মনোমুগ্ধকর সেই সুবাতাস!

মানুষের মগজে যখন পুরোপুরি মিশে গেছে
অসহনীয় তাপমাত্রার এক জিঘাংসা!
তখন কেউ আর কাউকে অমূল্য বিশ্বাসে
মনখুলে ভাবে নাকো ভালোবাসার কথা।

তবুও এক আশাবাদী বসে আছে এই শহরে,
একদিন মানুষের মগজগুলো কেউ-একজন
ধুয়েমুছে সাফ করে দিবে ডেটল-সাবানে,
সেদিন প্রকৃতির বুকে ফুটবে আবার ভালোবাসার ফুল!

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সাইয়িদ রফিকুল হক
১৬/০১/২০২১

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা ঠিকঠাক। কিন্তু ছবিটা বুঝলাম না। কি ছবি তুললেন!!!

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ছবি বদলিয়ে দিলাম।
অশেষ ধন্যবাদ ভাই। আর শুভকামনা।

২| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: হ্যা এই ছবিটা আগের টা থেকে অনেক ভালো। এবার চোখ আরাম পাচ্ছে।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ভাই।
চায়ের দাওয়াত রইলো। একদিন আসবেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও এক আশাবাদী বসে আছে এই শহরে,
একদিন মানুষের মগজগুলো কেউ-একজন
ধুয়েমুছে সাফ করে দিবে ডেটল-সাবানে,

..............................................................................
যাক বাবা !!!
বাচাঁ গেল , তবুও বল্লেন না
ধুয়েমুছে সাফ করে দিবে কোন এক সুন্দরী রমনী !

................................................................................
কবিতায় ++

১৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: ধুয়েমুছে যদি ভালোবাসার ফুল ফোটে তাহলে ধোয়া দরকার :D

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধুইতে পারলে তো ভালো হইতো। কিন্তু ধোয়ার মানুষ যে নাই! ;)

আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.