![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মূর্খের আওয়াজ
সাইয়িদ রফিকুল হক
রাত জেগে মূর্খের দল আওয়াজ করে বেশি,
কোলাহলে বিবেক জাগে না কারও
তবুও শুনি পাষণ্ডদের তারস্বরে চিৎকার,
চেঁচামেচিও এখন নাকি বাকস্বাধীনতার উদাহরণ!
গণতন্ত্রকে যারা একদিন অজ্ঞাত গোরস্থানে
কবর দিয়েছিল দলবেঁধে রাতের আঁধারে,
আর উল্লসিত হয়ে খুব হেসেছিল ভোজসভায়,
তারাও আজ গণতন্ত্রের জন্য খুব কাঁদে রাতদিন জেগে,
রাজকীয় সম্মানসহ শ্রেষ্ঠ দেশপ্রেমিক হিসাবে
এদের হাতে খেতাব তুলে দিতে হবে আগামী নববর্ষে।
প্রতিবাদীদের গোরস্থানে আজ কেউ যায় না ফুল দিতে,
ভণ্ডের পদতলে শহরের দামি ফুলগুলো খাচ্ছে গড়াগড়ি!
উলঙ্গ লোকগুলো রাতের আঁধারে চেঁচিয়ে বলছিল:
পৃথিবীর মানুষের লজ্জা নাই! ধর্ম নাই! চরিত্র নাই!
মানুষের ঘুম ভেঙে যায় এই পশুদের পাশবিকতায়,
ক্রমাগত দারুণ অট্টহাসিতে ফেটে পড়ে শয়তান
তবুও কেউ জেগে ওঠে না, জনপদ শুধু ঘুমায়,
মানুষের মনে বারুদ জমে না, ঘৃণার বিপ্লব হয় না কখনো,
হঠাৎ মনে হয়: আদিমসমাজ কায়েম হয়েছে বুঝি আবার!
মানুষ শুধু খেয়েপরে বেঁচে থাকার স্বপ্ন দেখে নিরন্তর।
মূর্খের আওয়াজে ফেটে যায় রাতের পর্দা,
বুকের ভিতরে তবুও জাগে না কারও ঢেউ,
সওয়াবলোভীদের দাপটে হেরে যায় যুগশ্রেষ্ঠ ধার্মিক,
আদিমপশুরা চেঁচিয়ে জানায়, তারা পয়গম্বরদের প্রতিনিধি!
ছবি: bbc.com
সাইয়িদ রফিকুল হক
১৭/০১/২০২১
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন ভাই।
অশেষ ধন্যবাদ আপনাকে। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
২| ১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৬
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
খুশি হলাম।
অসংখ্য শুভেচ্ছা। আর শুভকামনা নিরন্তর।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬
মোঃ কবির হোসেন বলেছেন: অন্য রকম লাগলো।
১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই।
আর শুভেচ্ছা নিরন্তর।
১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অন্যরকম কী রকম?
শুভকামনা রইলো।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: কবিতাটা আরেকবার পড়লাম। ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: প্রতিবাদী কবিতা।
এরকম কবিতাই দরকার।