![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
শিকড়ের টানে
সাইয়িদ রফিকুল হক
চাকরি চলে গেল ভাইরাস-আগ্রাসনে,
অফিসের খরচ বাঁচাতে ছাঁটাই হলো কর্মচারী,
বাজারদর হঠাৎ বৃদ্ধি পেল একটুখানি!
বাড়িওয়ালার নোটিশ এলো বিরাট
ভাড়াসহ এবার বাড়বে পানির বিল!
অর্থ বাড়ে না, বাড়ে শুধু অর্থদাবির বিল,
বেকার মানুষের আর তো থাকা চলে না শহরে,
আর চাকরি চলে গেছে তা বলা যায় না কাউকে!
গুম হয়ে বসে রইলেন ভদ্রলোক তিনদিন,
হঠাৎ তার মনে পড়লো: গ্রামে আছে টিনের ঘর,
একটুখানি মেরামত করলে তা হবে আগের মতো।
বিদ্যুৎ না-থাকলেও শখে জ্বালাবেন হারিকেন,
আলো নিয়ে তাকে আর কখনো ভাবতে হবে না,
গ্রামে আরও আছে চারপাশের শাকসবজি,
না-খেয়ে মরার মতো অবস্থা হবে না তার,
নির্ঘুম রাতে শহর ছাড়ার কথা ভাবলেন তিনি।
কেউ এলো না তাকে একটু সাহায্য করতে,
পারলে অনেকে তাকে করে রাখে কোণঠাসা!
পরিবারপরিজন আগেই দিলেন সব পাঠিয়ে,
তবুও ওরা বেঁচে থাক মুক্ত আলো-বাতাস খেয়ে,
অচিরেই শহরের পাততাড়ি গুটাবেন তিনি।
আজীবনের মতো সকল হিসাবনিকাশ চুকিয়ে
আবার তিনি ফিরে যাবেন সেই মাতৃক্রোড়ে,
এই শহরে কেউ নাই তার একটু দরদী!
শহরে এসেছিলেন তিনি, স্বপ্ন দেখতেন শহুরে,
তবুও তিনি আজ একেবারে নিঃস্ব, সততার পুঁজিতে,
রাতের আঁধারে ভাড়াবাসা থেকে নেমে এলেন তিনি
কেউ তাকে জিজ্ঞাসা করলো না একটু ভালোমন্দ!
এই শহরে কার আছে এত বাজে সময়?
শুধু নিস্তব্ধ শহর কেঁদে উঠে বললো, ‘তুমি যেতে পারবে না!
তুমি চলে গেলে আমার বুকে মানুষ থাকে না যে অবশিষ্ট!’
থমকে দাঁড়ায় ভদ্রলোক, তবুও ফিরে চলে শিকড়ের টানে।
ছবি: Facebook: facebook.com
সাইয়িদ রফিকুল হক
১৮/০১/২০২১
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেকেই ফেরেননি। প্রাইভেট কোম্পানিগুলোতে এখন চাকরির নিশ্চয়তা নেই।
বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এতে পরিবারপরিজন নিয়ে আর শহরে থাকা যায় না।
ভালো আছে সরকারি, আধাসরকারি আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো।
ধন্যবাদ আপনাকে। আর শুভেচ্ছা নিরন্তর।
২| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কবিতা।
১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আর শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শহরে যাদের কাজ নেই তাদের গ্রামে থাকাই ভাল।তাতে খরচ কম হবে।
১৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেকে তা-ই করছে।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা অগণিত।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
যারা চলে গিয়েছিলেন, তারা কি এখন ফিরছেন?