![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মনের দুয়ার খুলে
সাইয়িদ রফিকুল হক
মনের সব দুয়ার খুলে
যখন বলি ভালোবাসি,
কেউ আসে না, কেউ হাসে না,
কেউ একটু ভালোবাসেনা, ভালোবাসেনা।
আবার দেখি, টাকার থলে
দু’হাতে নিয়ে
যখন কেউ আস্তে বলে ভালোবাসি,
সবাই আসে, সবাই হাসে তখন দেখি!
টাকার ঘ্রাণে খুলে যায় যে
রুদ্ধদ্বার! শত আগল!
সবাই তখন অনেক হাসে!
কেউ বলে না মন্দকথা!
প্রেমের সিঁড়ি খুব প্যাঁচানো,
সবাই তাতে পারে না উঠতে,
টাকার ঘ্রাণে খুলে যাচ্ছে স্বর্গেরও সিঁড়ি!
মনের সব দুয়ার খুলে লাভ নেই কোনো।
মনখবর কেউ নেয় না, কেউ বোঝে না,
সবাই খোঁজে টাকার ঘ্রাণ!
টাকা না-পেলে কেউ আসে না, কেউ হাসে না,
কেউ একটু ভালোবাসেনা, ভালোবাসেনা।
ছবি: Facebook, facebook.com
সাইয়িদ রফিকুল হক
১৯/০১/২০২১
২০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এটা দুঃখের কবিতা ভাই।
সমাজের চিত্র।
অশেষ ধন্যবাদ আপনাকে।
২| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: টাকার ঘ্রান ভালো হবার কথা না। কারন একই টাকা হাজার মানুষের হাতে ঘুরে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: এটা কি ভালোবাসার কবিতা?