![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
এবং যতো পারো চেটে যাও
সাইয়িদ রফিকুল হক
শুনতে পেয়েছি, তুমি নাকি এখন খুব বড় এক চাটুকার!
হঠাৎ করেই বদলে গেছে তোমার ভাগ্যের চাকা!
এখন নাকি তুমি চাটছো এক নামজাদার জুতা-মোজা,
আর তার সফেদ সাদা নরম পায়ের তলা!
কী সৌভাগ্য তোমার!
আর এমন সুযোগ ক’জনের জীবনেই-বা আসে!
এমন একটা নামজাদার পায়ের তলা
তুমি মুছে দিচ্ছো তোমার লকলকে জিহ্বায়!
খুব ভালো তোমার স্বভাব-চরিত্র!
কালে-কালে তুমিও একদিন হবে খুব বড় নামজাদা!
(যদিও তোমার মৃত্যুর পরে লোকজন বলবে হারামজাদা)
মানুষের প্রতি কী এক দারুণ ভক্তিশ্রদ্ধা তোমার!
ভালোবেসে রোজ-রোজ তাই একেবারে পদচুম্বন!
আরও শুনতে পেলাম
প্রতিদিন ঘুম থেকে উঠে
তুমি নাকি তার পায়ের জুতো বুকে চেপে
গাইতে থাকো জীবনের প্রভাতসঙ্গীত!
বাঃ, ভালো, ভালো, ভালো, আর খুব ভালো!
তুমি এভাবেই নিয়মিত চাটতে থাকো,
তোমার ভবিষ্যৎ দিনে-দিনে
পূর্বাকাশের মতো ফর্সা হতে থাকবে,
আর দুপুরের গনগনে রোদের মতো
উজ্জ্বল হবে তোমার চেহারা-মোবারক!
সূর্যের তেজের মতো হঠাৎ ঝলছে উঠবে তুমি!
তুমি খুব মন দিয়ে এভাবে চাটতে থাকো
তার পায়ের জুতো, পায়ের তলা, আর...
এবং যতো পারো চেটে যাও
তোমার উপরে উঠতে আর বেশি সময় লাগবে না।
লেখার ছবি: গুগল থেকে সংগৃহীত
সাইয়িদ রফিকুল হক
২৩/০৬/২০২১
০১ লা জুলাই, ২০২১ রাত ১০:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
শুভকামনা রইলো।
২| ০২ রা জুলাই, ২০২১ সকাল ১১:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: চাটুকারে ভোরেগেছে সোনার বাংলা
৩| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩১
খায়রুল আহসান বলেছেন: এ 'চাটার কবিতা'টি পড়ে চাটার দল এবং তাদের দল উপদল আরও চাটতে উৎসাহিত হবে, নাকি সম্বিত ফিরে পেয়ে চাটা বন্ধ করবে, সে কথাটিই ভাবছি।
০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানুষের সংব্ৎি ফিরে আসুক।
আপনি কবিতাপাঠ করেছেন এজন্য আনন্দিত।
বিলম্বে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।
শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ ।