নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তবুও জেগে উঠবে

০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:১৭



তবুও জেগে উঠবে
সাইয়িদ রফিকুল হক

ভাবি আজ নীরবে:
বেশ্যা হলে কত লাভ! কত পসার জমে!
চারপাশে থাকে কত শত শক্তিমান!

কবি হলে বিপদ!
ভাত জোটে না পেটে, বাঁচতে হয় কোনোমতে,
অনেক চেষ্টায় হয়তো জোটে আধখান চাকরি।

কবির দাম নেই!
কবি মিশে আছে ভূতলে, একেবারে মাটির বুকে,
কবিদের সবসময় মাটি ভালোবাসতে হয় যে!

কবিতা আজ মৃত!
চারিদিকে কবিতার নামে বেশ্যার সংলাপ,
আর লোক-বন্দনার কী যে এক লম্ফঝম্ফ!

পাঠক নেই আজ!
কবিকে শাণিত করার মতো খুঁজে পাই না পাঠক,
চারিদিকে দেখি সস্তা খাবারলোভী শকুন কত!

ভাবি আজ নীরবে:
তবুও জেগে উঠবে কিছু অভুক্ত প্রতিবাদী-আগুন,
একদিন তারা জ্বালিয়ে দিবে সব ভণ্ডের আস্তানা।

ছবি: গুগল থেকে সংগৃহীত


সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২১

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা।
শুভকামনা।

২| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪২

আমি সাজিদ বলেছেন: কিছুটা স্ববিরোধী ভাবনা আছে মনে হচ্ছে। অনেকদিন পর ব্লগে দেখলাম। ভালো থাকুন।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:০৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানবজীবনে ভাঙা-গড়া রয়েছে। দ্বন্দ্বসংঘাত জীবনের অংশ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

৩| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগারেখে গেলাম

০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালোলাগায় আনন্দিত।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.