![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বুকের ভিতরে কালসাপ
সাইয়িদ রফিকুল হক
তোমার বুকে বেড়ে উঠছে কালসাপ
ধীরেসুস্থে তোমাকে খাবে একদিন গিলে!
বুকের মাঝে কখনো তুমি সাপ পুষবে না,
সাপ যে কোনো খেলনা নয়, তা কি বোঝো?
এ পৃথিবীতে খেলার কত জিনিস রয়েছে,
এসব ভুলে তুমি যে কেন পুষতে গেলে সাপ!
পৃথিবী আজ ভরে গিয়েছে বিষাক্ত সব সাপে,
মনের ভুলে মানবমনে বেড়ে উঠছে সাপ,
এত সাপের বিষের জ্বালা সইবে কেমনে?
মানবদেহ ছোট্ট অতি তা ভরে রেখো শুধু প্রেমে।
তোমার পাপে তোমার সাপে কাটে না যেন মানবে,
মানুষ হয়ে তবেই তুমি বেঁচে থাকবে এ পৃথিবীতে।
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০২১
২০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সর্প থেকে মুক্তি লাভ করুক মানব বক্ষ ।