নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ঠোঁটকাটা হয়ো না

২০ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৫



ঠোঁটকাটা হয়ো না
সাইয়িদ রফিকুল হক

ঠোঁটকাটা হয়ো না, ভালোবাসা পাবে না,
ঠোঁট বন্ধ রেখো, জামাইআদরটা
মিলবে সাথেসাথে! পাবে আরও কিছু!
বাহির-চোখ শুধু খোলা থাক তোমার,
বন্ধ করে রেখো ভিতর-চোখ দুটো
অভাব থাকবে না, পাবে অনেক সুখ।
নিজের কথা ভেবো, পরের দুঃখ থাক,
শুধু নিজেকে দেখো, চিরসুখে থাকবে!
লোকে যা-ই বলুক, তুমি থেকো নীরব।
লোকে বলতে পারে, মিচকে শয়তান!
তা বলুক না লোকে, তুমি থাকবে চুপ,
পুরস্কার আছে তোমার ভাগ্যেই,
অনেক সুখী হবে! তোমার নাম হবে!

পরের জন্য হে তুমি কেন কাঁদবে?
কাঁদার লোক আছে! তুমি শুধু হাসবে!
আর তালমেলাবে সবার সঙ্গেই, তুমিই হবে রাজা!
ভুল করে কখনো, সত্য বলবে না, ঠোঁট খুলবে না,
ওসবে এখন যে ভাত জোটে না আর!
সবাই চায় বোবা, আর চিরঅন্ধ, আর মুখবন্ধ!
খামাখা তুমি কেন এ রুগ্নসমাজে হবে ঠোঁটকাটাটা?
আর দেরি কোরো না, সোজা পথটা ধরো,
এখনই ধরো হে অভিজ্ঞ কাউকে,
তার হাত-পায়ের সেবা করতে থাকো,
মেরে ফেলো বিবেক, গলাটিপে মারবে!
তাকে আর কখনো জাগতে দিয়ো নাকো,
সে তোমার শত্রু, আপস করো শুধু,
সবার কোলে তুমি ঠাঁই পাবে বন্ধু!
ঠোঁটকাটা হয়ো না, হও আপসকামী,
সংসারজীবনে তুমিই চিরসুখী!
ভুলেও তুমি আর এ সুখ ছাড়বে না।


সাইয়িদ রফিকুল হক
১৯/০৭/২০২১

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: এ যুগের তরিকা।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
বিলম্বে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.