নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে: চিত্রনায়িকা পরীমণি

১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬



আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে: চিত্রনায়িকা পরীমণি
সাইয়িদ রফিকুল হক

সেদিনই আমার মনে হয়েছিল মেয়েটি এবার বাঁচতে পারবে তো! যেদিন ঢাকা-বোট-ক্লাবে ধর্ষিত হওয়ার পর পরীমণি প্রকাশ্যে সাংবাদিক-সম্মেলন করে তার ধর্ষিত হওয়ার খবর দেশবাসীকে জানান দিচ্ছিলেন, সেদিনই ভীষণভাবে শঙ্কিত হয়ে উঠেছিলাম! কারণ, পরীমণির ধর্ষণকারীরা হায়েনার চেয়ে বেশি নৃশংস, হিংস্র, লোভী, আর খুব মাংসাশী।

খবরটি দেখে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। কারণ, ধর্ষণের খবর দেখলে আমি ভীষণভাবে লজ্জিত আর পীড়িত হই। এসব আমার ভালো লাগে না। আমার মতো অনেকেই তা অপছন্দ করে থাকবেন। স্বাধীনদেশে কেন মেয়েরা এভাবে ধর্ষিত হবে? আর ধর্ষণকারীর কোনো বিচার হবে না কেন!
নায়িকা বলে কি মেয়েদের সতীত্ববোধ বা নারীত্ববোধ বা স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই? নায়িকা বলেই কি কাউকে জোর করে ধর্ষণ করা যাবে? নায়িকারা হয়তো একটু খোলামেলা পোশাকআশাক পরিধান করে থাকেন। সেটা তাদের নিজস্ব ব্যাপার। আর এটা হয়তো সাম্প্রতিককালের চলচ্চিত্রের রেওয়াজ।
নায়িকারা খোলামেলা পোশাক পরবে বলেই ক্ষমতাবানরা তাদের ইচ্ছেমতো যখন-তখন ধর্ষণ করবে? এটা কোন বিধানবলে জায়েজ? এখানে, শুধু একজন নায়িকা নন, একজন চিহ্নিত পতিতাও যদি তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের শিকার হন তবে তারও আইনের আশ্রয়লাভের অধিকার রয়েছে। আর এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারও ন্যায়বিচারের স্বার্থে মামলাদায়ের করার অধিকার রয়েছে। কিন্তু আমরা কী দেখলাম? পরীমণি মামলাদায়ের করার পর থেকেই পাল্টে গেল দৃশ্যপট। তার ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতেই পরদিন তাকে ডিবি-কার্যালয়ে ডেকে নিয়ে তাকে তিন-থেকে-সাড়ে তিন ঘণ্টা আটকিয়ে তার কাছ থেকে জোর করে জবানবন্দি নেওয়া হলো। আর ধর্ষণের এই ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসাবে সবার সামনে চিত্রিত করা হলো! আর চিহ্নিত ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের কোনো মামলাদায়ের করা হলো না! তার বিরুদ্ধে কয়েক বোতল মদ রাখার সাধারণ এক মামলাদায়ের করা হয়েছে! যাতে, সে অনায়াসে পার পেয়ে যায়। এই সহজ মামলার কারণেই সে এখন বাইরে আরামআয়েশে দিন কাটাচ্ছে। আর পরীমণি জেলের ঘানি টানছে!

জানি, এদেশে ধর্ষণের কোনো বিচার হয় না। ধর্ষকরা এদেশের সবচেয়ে শক্তিশালী, আর কারও-কারও বড়ঠাকুর। এদের অনেকরকম আশ্রয়প্রশ্রয়দাতা রয়েছে। তাই, এরা নির্বিঘ্নে একের-পর-এক ধর্ষণ করে যেতে পারে।

পরীমণি ধর্ষিত হয়েছে। বিচার চেয়েছে। ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে চেয়েছে। কিন্তু মামলাদায়ের করতে পারেনি। কারণ, এখানে ধর্ষক খুবই শক্তিশালী একটাকিছু। সে ঢাকা-শহরের ‘বোট-ক্লাবে’র একটা প্রভাবশালী। আর বিরাট হোমরাচোমরা। তারউপরে সে আবার ‘জাতীয় পার্টি’র প্রেসিডিয়াম মেম্বার। দেশে তার বিচার করবে কে? সে যে ধরাছোঁয়ার বাইরে থাকবে এটাই স্বাভাবিক।
জাপা নেতা নাসির পরীমণিকে ধর্ষণ করে নিজের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে। আগামীদিনে হয়তো সে এমপি-মন্ত্রী হতে পারবে। কারণ তার চেইন খুব শক্ত। তার কত ভাইবেরাদার আর শুভাকাঙ্ক্ষী রয়েছে। সে কেন জেলে যাবে? তাইতো পরীমণি ধর্ষিত হওয়ার পরদিন তাকে ডিবি-অফিসে ধরে নিয়ে গিয়ে তাকে দিয়ে কতকগুলো মিথ্যা কথা বলিয়ে নিয়েছে ‘পুলিশ ও অন্যান্য’ লোকেরা। তারা শুরু থেকে পরীমণি’র ধর্ষণকে (ধর্ষিত হওয়ার সত্যকে) পাত্তা না-দিয়ে কীভাবে নাসিরকে ফ্রেশভাবে সমাজের কাছে উত্থাপন করা যায়―তা-ই ভাবছিল। আর এখন তা-ই করেছে। একের-পর-এক মামলাদায়ের করা হয়েছে পরীমণির বিরুদ্ধে। আর তাকে রিমান্ডে নেওয়ারও শেষ নেই! বাংলাদেশের ইতিহাসে কোনো জঙ্গিকেও এতবার রিমান্ডে নেওয়া হয়নি।
নাসির কথিত শিল্পপতি। হয়েতো সে শত-শত, হাজার-হাজার কালো কোটি টাকার মালিক! টাকার জোরে এখন সবই চলে।

পরীমণি দেশের মানুষের কাছে তার আকুতি পৌঁছে দিতে পেরেছেন। তাকে আদালত-প্রাঙ্গণে তোলার সময় তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে অনেক কষ্টে বলতে সক্ষম হয়েছেন যে, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’ তার বলা এই কথাটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আসলেই তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি ধর্ষিত হওয়ার পর ধর্ষকের নামউচ্চারণ করে বড় ভুল করে ফেলেছেন। দেশে কত জঙ্গি এখনও জামাইআদরে প্রতিপালিত হচ্ছে আর পরীমণির মতো একজন অভিনেত্রীকে সামান্য কয়েকটি মদের বোতল পাওয়ার অপরাধে গ্রেফতার করে, জামিন না-মঞ্জুর করে, জেলে পাঠিয়ে তার প্রতি কোন্ ন্যায়বিচার বা সুবিচার করা হচ্ছে?

ধর্ষকের বিচার চাই
ধর্ষকের বিচার চাই
ধর্ষকের বিচার চাই

পরীমণির মুক্তি চাই।

ছবি: গুগল থেকে সংগৃহীত।

সাইয়িদ রফিকুল হক
১০/০৮/২০২১

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২২

নতুন বলেছেন: সেদিনই আমার মনে হয়েছিল মেয়েটি এবার বাঁচতে পারবে তো! যেদিন ঢাকা-বোট-ক্লাবে ধর্ষিত হওয়ার পর পরীমণি প্রকাশ্যে সাংবাদিক-সম্মেলন করে তার ধর্ষিত হওয়ার খবর দেশবাসীকে জানান দিচ্ছিলেন, সেদিনই ভীষণভাবে শঙ্কিত হয়ে উঠেছিলাম! কারণ, পরীমণির ধর্ষণকারীরা হায়েনার চেয়ে বেশি নৃশংস, হিংস্র, লোভী, আর খুব মাংসাশী।

পরীমনি কে ধর্ষন করা হয়েছিলো?

হয়তো পরীকে থাপ্পড় মেরে ছিলো তাকে মেরে ছিলো এবং সেটার বিচার না চেয়ে তিনি ধর্ষনের চেস্টার অভিযোগ করেছিলো এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছিলো।

এখন ঐ বেক্তি তার ক্ষমতা দেখিয়ে পরীমনির উপরে প্রতিশোধ নিচ্ছে।

তবে সবচেয়ে কস্টের কথা হচ্ছে ক্ষমতাশালীরা দেশের প্রশাসনকে ব্যবহার করছে।

অবশ্য সরকারও চায় এমন কাহিনি বাজারে আনতে যাতে মানুষ আসল সমস্যা ছেড়ে পরীমনি নিয়ে ব্যস্ত থাকে।

১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি পরীমণি’র কথার সূত্র ধরেই বলেছি: সে ধর্ষিত হয়েছে। এই বিষয়টিকে ভালোভাবে তদন্তও করা হয়নি। তার মেডিকেল চেক-আপ করা হয়নি।
শুরু থেকে কেসটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছিল। ধর্ষণ না-হোক ধর্ষণের চেষ্টা তো অন্তত হয়েছিল?
প্রভাবশালীরা প্রশাসনের ক্ষমতাবলে সরকারের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করছে।
সরকারের উচিত কেসটাকে হালকাভাবে দেখা। পরীমণি এমন কোনো বিধ্বংসী ক্রিমিনাল নয়।
মূল্যবান মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০১

সাজিদ! বলেছেন: ভেঙ্গে পড়বেন না ভাই। আপনার ভেঙ্গে পড়া দেখে আমি শিহরিত। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এখনও দাঁড়িয়ে রয়েছি ভাই। আর আপনি পাশে থাকলে আরও সাহস পাবো। ;)
অশেষ ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

৩| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি পরীমণি’র কথার সূত্র ধরেই বলেছি: সে ধর্ষিত হয়েছে।

ধর্ষন শব্দটা ব্যবহার করার সময় অনেক খেয়াল করে করতে হয়। কারন এটা অনেক বড় একটা অভিযোগ এবং এর সাজাও কঠিন।

পরীমনীকে সম্ভবত থা্প্পড় দিয়েছিলো ঐ রাতে। সেটাকে তিনি ধর্ষনের চেস্টা বলেছেন।

এটা পরী এবং ঐ মানুষটার ইগো সমস্যার কারনে হয়েছে। এখানে রাস্ট এতোটা জড়িতো হবে কেন?

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পরীমণি ধর্ষণের কথা বলেছে।
পুলিশ কিন্তু তার বিরুদ্ধে ‘ধর্ষণের মিথ্যা-অভিযোগে’র বিরুদ্ধে এখনও মামলা দায়ের করেনি!
তার আগেই পরীমণি আনীত ধর্ষণ-ইস্যুটি মদ, মদের বোতল, অনৈতিক কর্মকাণ্ড ইত্যাদির অভিযোগে চাপা পড়ে গেছে।
পরীমণি’র ভুল আছে। তাই বলে তাকে ব্যাকফুটে পাঠানো ঠিক নয়। এজন্যই লেখাটি পোস্ট করেছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছাও।

৪| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: পরীমণি ধর্ষণের কথা বলেছে।

আমি যতদুর জানি তিনি হত্যা এবং ধর্ষনের চেস্টার অভিযোগ এনেছেন।

আর ঢিল মারলে পাটকেল খেতে হয় এটা পরীমনির জানার কথা।

আমার দুইজনের কারুর প্রতি কোন সহানুভুতি নাই কারন দুজনই ভন্ড, মিথ্যাবাদি।

কিন্তু খারাপ লাগে সরকার এমন ব্যবহারের কারনে।

৫| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:১২

পাজী-পোলা বলেছেন: লেখক বলেছেন- "আমি পরীমণি’র কথার সূত্র ধরেই বলেছি: সে ধর্ষিত হয়েছে। এই বিষয়টিকে ভালোভাবে তদন্তও করা হয়নি। তার মেডিকেল চেক-আপ করা হয়নি।
শুরু থেকে কেসটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছিল।"

অথোচো আমরা জেনেছি- তদন্তকারী কর্মকর্তার সাথে পরীর গোপন সর্ম্পক ছিলো। আপনার কথাটাকে আর একবার ভেবে দেখবেন কি?

১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য কতরকম নাটকীয় সংলাপ রচিত হয়।
যেমন, তালেবানদের ক্ষমতায় আনতেই আমেরিকা হঠাৎ করেই তার সৈন্যসামন্ত
প্রত্যাহার করতে শুরু করে দিলো। এখানে, তার ভিন্ন রাজনীতি ও কৌশল রয়েছে।
এখানেও গোলাম সাকলায়েন একটা অজুহাত মাত্র।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৬| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৬

শাহ আজিজ বলেছেন: ধর্ষনের চেস্টার অভিযোগ এনেছেন , ধর্ষণ হয়নি । দেশটা ইংল্যান্ড আমেরিকা হয়ে যায়নি যে রাত ১ টায় একজন সেলিব্রিতি ক্লাবে ,বারে যাবে , মদ খাবে । গোলমাল পাকাবে । বোট ক্লাব দুঁদে ব্যাবসায়িদের , ওদের নাগাল পেতে গেলে বেশ বেগ পেতে হয় । পরিমনির দুবাই সফর নিয়ে কিছু বলুন ।

১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: প্রথম দিন ধর্ষণের কথাই বলেছিল। পরদিন ডিবি-অফিস থেকে বেরিয়ে ধর্ষণচেষ্টার কথা শোনা গিয়েছে।
হ্যাঁ, ঠিকই বলেছেন, ওরা খুব ক্ষমতাবান।
দুবাই-সফর নিয়ে লিখবো। পরীমণির ওপরে বড় একটা লেখায় সেটা থাকবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.