![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ক্ষমতার দম্ভে
সাইয়িদ রফিকুল হক
হাতে ক্ষমতা থাকলে যে-কাউকে আজ
সদম্ভে বলাই যায় রাতের রাণী!
কিংবা গায়ের জোরে আরো কতকিছু।
ক্ষমতাবানরা এখন ভগবানের
প্রতিনিধি হয়েই রাজত্ব করছে!
এদের সঙ্গে লড়তে গেলে বিপদ
সাধারণের জন্য বিপদ যে আরো!
ক্ষমতার দম্ভ হিমালয়ের চেয়ে
আরো বেশি উঁচুতে স্থান পেয়েছে!
ক্ষমতাবানরা কেন যে এত স্থূল
আর উদার নৈতিক মনোভাব ভুলে
সাধারণ-ন্যায় ভুল করে বারেবারে!
আসলে জহুরী না-হলে চেনা যায় না
খাঁটি স্বর্ণ কিংবা আসল-নকল,
জহুরীর চোখ দরকার প্রশাসনে।
মানুষকে মানুষ মনে হয় না কারো
হাতে যদি এসে পড়ে হঠাৎ ক্ষমতা!
ক্ষমতা-দম্ভে মানুষ হয় অন্ধ।
ছবি: গুগল থেকে সংগৃহীত।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৮/২০২১
১৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সিনেমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি।
বাঙালিমাত্রেই তো বাঙালির আত্মীয়।
একটা ইয়াতিম মেয়ের ওপর জুলুম হচ্ছে।
তাই, দুই-চার লাইন লিখছি। মানবিক কারণে।
আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।
২| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:১১
দেয়ালিকা বিপাশা বলেছেন:
অসাধারণ লিখেছেন! কবিতার গভীরতা যেন নীরবে হাজারো অনুভূতির বহিঃপ্রকাশ ঘাটাল!
শুভেচ্ছা জানবেন।
- দেয়ালিকা বিপাশা
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম।
শুভেচ্ছা নিরন্তর। আর শুভকামনাও রইলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৭
সাজিদ! বলেছেন: ভাই আপনি কি সিনেমা লাইনের কেউ? বা নায়িকার আত্নীয়?