![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
স্বর্গ নামতে দাও
সাইয়িদ রফিকুল হক
খেতে-খেতে তোমরা এখন খেয়ে ফেলেছো লজ্জাটুকু!
দেখতে-দেখতে পশু হলে চোখের সামনে তোমরা যে!
তোমাদের পাশবিক ক্ষুধা আটকাতে পারবে কে আর?
পশুদের ক্ষুধা কমলেও একটু কমেনি তোমাদের।
জগতে মানুষ আর পশু হঠাৎ যদি এভাবে বাড়ে
তবে ভালোমানুষের ঠাঁই কোথায় হবে একটুখানি?
কেউ ভাবে না মানব-কথা, স্বীয় স্বার্থে মত্ত সবাই,
কাকে ডাকলে কাছে পাবেই? সবাই থাকে দূরের দেশে,
ছোট্ট বুকে ঘর বাঁধবে কার আশাভরসায় তুমি?
লজ্জাখাদকেরা সাহসী! ভিতু শুধু সজ্জনেরাই।
কোথায় যাচ্ছি যে আমরা! কে দেখাবে আমাদের পথ?
অমানবিক স্বার্থডোরে কেঁদে মরে আজ মানবতা!
তোমরা এবার ফিরে এসো লজ্জাশরমের সুপথে,
পৃথিবীতে স্বর্গ আবার নামতে দাও প্রেমের রথে।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৮/২০২১
১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আনন্দিত।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন:
সুন্দর প্রার্থনা।প্রেম রথে করে পৃথিবীটা হয়ে উঠুক যথার্থ এক স্বর্গীয় আনন্দ উপভোগের আবাস।
কবি আকুতিতে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা কবিবরকে।