নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বেঁচে আছি আজো
সাইয়িদ রফিকুল হক
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
এই মহামারীকালে! এই কঠিন সময়ে।
এই বড় আনন্দ। জীবনের কথকতা এখনো চলছে সুখে,
মানুষের মাঝে আমি এখনো যে বেঁচে আছি!
নিভে গেল কত শত জীবনপ্রদীপখানি।
চোখের সামনে দেখি, মানুষের কত লাশ!
কালঘুমে শোয় গোরে! স্বজনের চোখ ভাসে
এক নদী হাহাকারে! কষ্টবুকে স্বজন
বসে আছে কোনোখানে অসীম ধৈর্য নিয়ে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
বেঁচে আছি আজো আমি! বেঁচে আছি আজো আমি!
থেমে যায়নি আমার জীবনের গল্পটা।
কতদিন দেখি নাকো প্রিয়মুখের হাসিটা!
কোথায় পালাল সব? কে গিলে খাচ্ছে সব?
হাসি নাই, গান নাই! ভালোবাসা নাই কোনো!
শুধু বাঁচার চেষ্টা। সবাই বাঁচতে চায়।
গাছের পাতার মতো ঝরে যায় প্রিয়জন!
বুক ভেঙে কাঁদি শুধু! কে আগে কে পরে যাবে?
কেউ জানে না এখন! শুধু জানে যেতে হবে।
সবাই ভাবছে এখন, বেঁচে আছি আজো আমি!
সাইয়িদ রফিকুল হক
২০/০৮/২০২১
২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সম্ভবত আলহামদুলিল্লাহ লিখতে চেয়েছিলেন?
আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর। আর ব্লগে স্বাগতম।
২| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৩| ২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৮
নজসু বলেছেন:
জ্বী আলহামদুলিল্লাহ লিখতে চেয়েছিলাম।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৭
নজসু বলেছেন:
আলগামদুলিল্লাহ।