![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ছবি: গুগল
বাড়িতে ঢোকার চেষ্টা করছে তস্করগং
সাইয়িদ রফিকুল হক
পিছনের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে খুব
আঁটঘাঁট বেঁধে লেগেছে সেই পুরাতন সব।
আবার দেখাচ্ছে নতুন ভেলকি
নতুন বোতলে পুরাতন মদের লম্ফঝম্ফ!
এদের শরমগুলো জমা দিয়েছে লাহোরে,
পেশোয়ারে, রাওয়ালপিন্ডিতে আর সিন্ধুজলে,
এরা মানুষের কথা বলে দেখে শুধু নিজের স্বার্থ,
এদের দু’কান কাটা অনেককাল আগে থেকে যে!
বাড়িটাতো এখন দেখতে পাচ্ছি কিছুটা মজবুত,
আগের থেকে এখন অনেক বেশি সতর্ক গৃহকর্তা!
সামনের সদর দরজায় ঝুলছে বিশাল তালা!
আরও আছে কত দুর্ধর্ষ প্রহরী আর চৌকস সৈন্য।
তবুও তস্কররা বাড়িটাতে ঢোকার জন্য আজকাল
নানারকম টালবাহানা আর নাটক করছে ভীষণ,
জনগণের জন্য কেঁদে-কেঁদে এখন খুন হচ্ছে
আমাদের মুখচেনা সেই ভণ্ডবীজের চিরভণ্ডগুলো।
সামনের দরজা দিয়ে এরা কখনো ঢুকতে পারেনি,
সামনের দরজা দিয়ে এদের ঢোকার সাহস খুব কম,
এরা যে যুগজনমের দস্যু-তস্করদের বংশধর!
পিছনের দরজা তাই এরা ভালোবাসে চিরদিন।
সামনের দরজা বন্ধ হয়ে গেছে দস্যু-তস্করদের জন্য,
তাই এরা ভালোবাসে পিছনের সেই গুপ্ত দরজা!
বাড়িতে মানুষজন সবাই আছে দুঃখ ভুলে শান্তিতে,
কিন্তু বাড়িতে ঢোকার চেষ্টা করছে যে সেই তস্করগং!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:২৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালোলাগায় আনন্দিত।
শুভেচ্ছা নেবেন। অশেষ ধন্যবাদ আর শুভকামনা রইলো আপনার জন্য।
২| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১১:৫২
অর্ক বলেছেন: চমৎকার কবি ভাই! এক্কেবারে শতভাগ সঠির। এরকমই কিছু ঘটাতে পাগল কুকুর হয়ে উঠেছে চোরগুলো। আমাদের সবাইকে সাবধান হতে হবে। সুযোগ দেয়া যাবে না কিছুতে।
শুভেচ্ছা থাকলো গুরু কবি।
১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:২৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৩| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা।
৪| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: কবিতা বড়ই ভাল হয়েছে তার জন্য +++,
তবে সামনের দরজা বন্ধ থাকলে যে কেউ জানালা বা ফাক-ফোকর কিংবা পিছনের দরজা দিয়ে ঢুকতে চাইবে - এটাই স্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১২
সোবুজ বলেছেন: একটি রাজনৈতিক বক্তব্য সুন্দর করে তুলে এনেছেন কবিতায়।পড়ে ভাল লাগলো