নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

পাজীগুলো ক্ষেপছে

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০২



পাজীগুলো ক্ষেপছে
সাইয়িদ রফিকুল হক

টিপ নিয়ে সব পাজীগুলো ক্ষেপছে ভীষণরকম,
লালসবুজের টিপটা দেখে কলজে ওদের জখম!
ফতোয়া তাই দিচ্ছে কষে আবোলতাবোল যত,
দিনদুপুরে বলছে ওরা মিথ্যাকথা শত!

মনগড়া সব―কথার কথা ধর্ম বলে চালায়,
মানুষজনের শান্তি নাইরে এই পাপীদের জ্বালায়!
মিথ্যা যাদের মনের খাদ্য, লাফায় তারা বেশি,
বুদ্ধি যাদের হাঁটুর গোড়ায়, ফুলায় তারা পেশী!

মাঠেঘাটে সস্তা-বলা লোক যে গেছে বেড়ে,
বুদ্ধি ওদের অতি কম রে―গলা শুধু হেড়ে!
ধান্দাবাজি চলছে দেশে ধর্মকথার ছলে,
ব্যাঙগুলো সব লাফায়-লাফায় যাচ্ছে নেমে জলে!

বকধার্মিক আজ দেখতে পাচ্ছি ডাইনে কিংবা বাঁয়ে!
কিন্তু বলি এই পাপীরা আছে কাদের ছায়ে?
বিষবৃক্ষের শিকড়গুলো কাটতে হবে জোরে,
নইলে শিয়াল ডাকবে আরও রাতদুপুরে-ভোরে।


সাইয়িদ রফিকুল হক
০৬/০৪/২০২২

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কপালের আর পতাকার টিপ
ফারাক মনে হয় না?
সবুজের মাঝে লাল টিপ
নারীদের দেখা যায় না।

নারীদের কপাল সাদা নয় কালো
পতাকায় কি তা দেখায়?
পতাকার সাথে নারীদের টিপ
মিল দেখে শুধু বোকায়!


২| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: টিপ অতি তুচ্ছ একটা বিষয়।
বাঙ্গালীরা তুচ্ছ বিষয় নিয়ে এত মাতে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.