নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের প্রহরীরা

০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১১



অন্ধকারের প্রহরীরা
সাইয়িদ রফিকুল হক

দিনের আলো স্বচ্ছ হলেও
স্বচ্ছ নয় মানুষের হৃদয়!
অন্ধকারের মতো হৃদয়গুলো
জেঁকে বসেছে গলিতপ্রাণে।

অন্ধকার খুব চেনা যায়,
আলো চেনা যায় না বেশি!
আলোর মাঝে আজকে দেখি
ভীষণ নৃত্য করছে অন্ধকার!

অন্ধকারের খাদকেরা এখন
থাবা বসিয়েছে দিনদুপুরে!
বাইরে আলোর খেলা চলছে
আর ভিতরে রাজত্ব অন্ধকারের!

আলো দেখলে এখন ভয় লাগে
সবকিছু ঢেকে আছে অন্ধকারে!
অন্ধকারের বিশ্বস্ত প্রহরীরা এখন
হতে চায় আলোর ফেরিওয়ালা!


সাইয়িদ রফিকুল হক
০৮/০৪/২০২২

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা নিরন্তর।

২| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক।

১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৮

সাগর কলা বলেছেন: - সুন্দর ও ভয়ংকর সত্যি কথার কবিতা ভাল হয়েছে ভাইয়া। আজকে অনেকগুলা কবিতা পড়লাম।

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.