![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মানুষ এখন গোলাপের ভক্ত নয়
সাইয়িদ রফিকুল হক
গোলাপগুলো এখন নির্বাসনে
ব্যাধি আর কাঁটায় ছেয়ে গেছে সমস্ত বাগান!
পৃথিবীর সকল ফুল ঝরে-ঝরে পড়ছে প্রতিদিন,
এসব দেখেও কারও কোনো অনুশোচনা নেই।
মানুষ এখন গোলাপের নয় ব্যাধির ভক্ত
সুবাসে ডুবে নয় কাঁটার ঘায়ে জর্জরিত হয়ে মরতে চায়!
অনিন্দ্য রূপের সুবাসে মন ভরে না আজকাল কারও,
ব্যাধি ফুটছে তাই যত্রতত্র―শহরে, বন্দরে আর গ্রামে।
পৃথিবীর গোলাপগুলো এখন নির্বাসনে
রাজকীয় ব্যাধি আর কুসংস্কারের ভীষণ আগ্রাসন!
বাগানে-বাগানে সারি-সারি শোভা পাচ্ছে বিষবৃক্ষ,
মানুষ এখন গোলাপের ভক্ত নয়―শয়তানের পূজারী।
ছবি: গুগল
সাইয়িদ রফিকুল হক
০৯/০৪/২০২২
২| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই। মানুষ এখন টাকা ও নারীর পূজারী।
১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানুষ এসব থেকে বেরিয়ে সত্যিকারের মানুষ হোক।
আপনাকে অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৩| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৮
অন্তু নীল বলেছেন: সমাজের বাস্তব চিত্র।
১০ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৪| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৮
সাগর কলা বলেছেন: - অসাধারণ লিখেছেন ভাইয়া।
১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।