![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
সাদাকালো জীবন
সাইয়িদ রফিকুল হক
সাদামাটা সুন্দর জীবনটা ফেলে
কেন যে ডুবে গেলে রঙিন স্বপ্নে!
তার কোনো মানে বুঝতে পারিনি আজও।
সাদাকালো সরলতা ভুলে কীসের মোহে যেন
তুমি একদিন হারিয়ে গেলে কথিত রঙিন ঢেউয়ে!
আর রঙিন বালুচর হাতড়ে-হাতড়ে ডুবে গেলে অবশেষে।
সাদামাটা জীবনে সুখ আসে জোয়ারের মতো
সেখানে কখনো জাগে না লোভের নৈরাশ্য,
জীবনের ব্যবচ্ছেদ সেখানে করা যায় খুব সহজে।
ঈশ্বরের অনুগ্রহে মানুষ জন্মে সাদাকালো ভালোবেসে
কিন্তু সে একদিন তেজি ঘোড়ার মতো ছুটে বেড়ায়
রঙের মোহে! আর রঙিন স্বপ্নের ফাঁস গলায় নিয়ে!
পৃথিবীর অসহায় মানুষগুলো এখনও জানে না
রঙিন স্বপ্নের হাতছানির মধ্যে তাদের কী করা উচিত।
তারা দিন-দিন চাপা পড়ে যাচ্ছে অযাচিত স্বপ্নের ভিড়ে,
এভাবে তারা একেকটা পথ হারিয়ে হয়ে উঠছে পথভ্রষ্ট।
জীবনে এত ফুল দেখলে তবু বুঝলে না ফুলের মানে!
ফুলেরা যে বাইরে রঙিন আর ভিতরে সাদাকালো!
তাদের জীবনে খুব বেশি বড় হওয়ার স্বপ্ন নেই!
বাগানের ফুলগুলো ফোটে রঙিন হয়ে সাদাকালো স্বপ্নে
তুমি তাদের দেখে একটুও বুঝলে না জীবনের মানে!
রঙিন স্বপ্নের জালে হারালে নিজের সুখি সাদাকালো জীবন।
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২২
২| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪০
সোনাগাজী বলেছেন:
অনেকই ভুল স্বপ্ন দেখে