![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ছবি: গুগল
বাংলা-নববর্ষ
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোর নিষেধাজ্ঞা সবাই গেল ভুলে
নববর্ষে খোশমেজাজে পান্তা নিলো তুলে!
বৈশাখে তাই জমলো আবার আনন্দেরই মেলা,
এই বোশেখে বৃষ্টি হবে ভাসবে কলার ভেলা।
নতুন শাড়ি আর পাঞ্জাবিতে ভরে গেছে শহর,
ফতোয়াবাজ ঢেলেছিল কানে কত কহর!
তবু দেখি বাঙালিরা শোনে নাই তার কথা,
বাঙালিদের ইতিহাসে এ যে বিরাট প্রথা।
বোশেখ মানে ঘর ছেড়ে সব ঘুরবে বটের মূলে,
কেউবা আবার ঘরে বসে থাকবে মনের ভুলে।
হরেকরকম মানুষগুলো দেশকে ভালোবাসে,
সবকিছু যে ভুলে গিয়ে একসাথে তাই হাসে।
বছরঘুরে বোশেখ আসবে, বোশেখ চলে যাবে,
কোনোরকম ঘটবে না রদ বাঙালিদের ভাবে।
পয়লা বৈশাখ বাঙালিদের মিলনমেলার উৎস,
চিরদিন তাই থাকবে টিকে বাংলা-নববর্ষ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৪/২০২২
১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিকই বলেছেন।
সত্য বলেছেন।
আপনার নতুন নিক এটি। পুরাতন নিক অবমুক্ত হোক। এই কামনা রইলো।
২| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৬
সোনাগাজী বলেছেন:
এই নিকটিও বিপদ সীমার মাঝে প্রবেশ করেছে; আমি নাকি খারাপ ব্লগিন করি।
৩| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৩
গরল বলেছেন: বৈশাখ এলেই মেলায় যাইরে গানটা খুব মনে পড়ে। রঙ্গে ভরা বৈশাখ বা একদিন বাঙালী ছিলাম রে। ভালো লাগলো আপনার কবিতা, শুভ নববর্ষ, মেলায় যান আনন্দ করেন।
৪| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৫| ১৫ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৩২
অধীতি বলেছেন: একদম মনের কথা।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৭
সোনাগাজী বলেছেন:
এটাই হওয়ার কথা