![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
দ্রোহের কবি নজরুল
সাইয়িদ রফিকুল হক
বাবরি-চুলের তেজি পুরুষ
ছিলেন কবি নজরুল,
ভালোবেসে তাঁর কাব্য পড়,
ধরিস না তাঁর ভুল।
নিজের খেয়ে পরের ভালো
করাই ছিল তাঁর শখ,
সত্য কথা শুনতে হয়তো
লাগবে একটু টক!
অনেক লোভী-ইতর ছিল
গাইতো তারা হিংসা,
আমজনতার গণকবি
চাইতেন সবার হিসসা।
তিনি ছিলেন নীতির রাজা,
ছিলেন সবার কবি,
তাঁকে স্নেহ করতেন তাইতে
ভারতবর্ষের রবি।
অগ্নিবীণা, বিষের বাঁশি
গাইছে আজও দ্রোহ,
আমৃত্যু যে ছিলেন কবি
তপ্ত একখান লৌহ!
এমন কবির জন্মদিনে
শ্রদ্ধা নাই তোর মনে!
স্বার্থবাদী শণ্ঢগুলো
যা না চলে বনে।
সবার জন্য দ্রোহী হয়ে
এখনও দেন খাক-টিপ!
আয় না সবাই ভালোবেসে
জ্বালাই প্রেমের প্রদীপ।
মানবতার কবি নজরুল
থাকবেন চির বেঁচে,
আশীর্বাণী আনবো আমরা
দ্রোহের সিন্ধু সেঁচে।
ঘুমাও তুমি, ঘুমাও বন্ধু
আমরা আছি জেগে,
মানবতার সকল কাজে
থাকবো সবাই লেগে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০২২
২৪ শে মে, ২০২২ রাত ১১:৪৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা নেবেন।
২| ২৪ শে মে, ২০২২ রাত ৮:২৭
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
লাইক !!
৩| ২৫ শে মে, ২০২২ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০১
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর হয়েছে নজরুল কে নিয়ে লেখা কবিতা।