নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তোমরা এখন বমি করছো

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০০



তোমরা এখন বমি করছো
সাইয়িদ রফিকুল হক

তোমরা এখন বমি করছো দিনে-রাতে
তার নাম দিয়েছো আবার কবিতা!
জাত-মান সবই গেল আজ কাব্যজগতের,
তোমাদের অত্যাচারে সাহিত্য আজ কাঁদে,
আর তোমরা হাসো কুৎসিত চেহারা দেখিয়ে!
কবিতা খুঁজে-খুঁজে হয়রান হচ্ছি কত
তবুও দেখা পাই না একটা আস্ত কবিতার!

তোমাদের ভিতরে যে-সব ময়লাআবর্জনা আছে
তাই আজ ঢেলে দিচ্ছো কবিতার খামারে,
দিনে-রাতে কত কবিতা যে ফোটাও তোমরা!
তোমাদের মন এখন কবিতার আঁতুড়ঘর যেন
প্রতিদিন জন্ম দিচ্ছো শয়ে-শয়ে কবিতা।
মনে রেখো, তোমরা পাতি-কাক হতে পারো
কিন্তু কখনো অনিন্দ্য সুন্দর ময়ূর হতে পারবে না।

তোমরা এখন গ্রাম্য গর্ভবতী বধূটির মতো
অকালে প্রেগন্যান্ট হয়ে অবিরাম বমি করছো!
কোনোভাবেই থামছে না তোমাদের বমি-বিলাস,
তোমরা খুব আয়েশ করে দলবেঁধে উগরে দিচ্ছো
তোমাদের ভিতরের সব জ্বালা-যন্ত্রণা আর হতাশা,
তোমরা একেকটা এখন ভয়ানকভাবে বিকারগ্রস্ত
তাই মানুষের চরিত্র-হননে নিয়মিত বমি করছো।


সাইয়িদ রফিকুল হক
১৫/০৬/২০২২

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: বিদ্রোহী কবিরা কৈ গেলো সব?
বমি করা কবিরা কৈ গেলো সব?

২| ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো ভাই কবি নই অখ্যাত এক ছড়াকার
ছড়া লিখি তিড়িং বিড়িং কেউ নেই তা পড়িবার!
দু একজনে উৎসাহ দেয় বই ছাপাতে কয়,
আমি বলি বই ছাপানো মুখের কথা নয়।

আপনি যেমন বমি করলেন নব্য কবির মুখে
ধর ফড়ানি বেড়ে গেছে আমার কোমল বুকে,
বমি কমার ওষুধ খাবেন নাহি করে হেলা,
বমি করা কবি কিন্তু বেড়ে গেছে মেলা!

৩| ১৬ ই জুন, ২০২২ রাত ৯:০২

লেখার খাতা বলেছেন: সব কবি কবি সব কবিতারা কই?

৪| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: মেয়েদের চেহারার উপরে'ই তাদের জীবনের অনেক কিছু নির্ভর করে।
বিশ্বাস করুন- সমাজটা এই রকমই।

৫| ১৬ ই জুন, ২০২২ রাত ১০:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: লিখতে লিখতে একদিন আপনার মতো অসাধারণ লিখবে।

৬| ১৭ ই জুন, ২০২২ সকাল ৭:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি লিখলে উর্বশী তুমি
করতে পারো ছলাকলা ;
অন্যে লিখলে অখাদ্য সব
মুখে দেওয়া যায় না
কাচ কলা।

আধুনিক কাব্যের ধারাটাই এমন অনেকের সেটা বুঝতে বুঝতে বছর লেগে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.