নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
পুণ্য-রাতের আগমন
সাইয়িদ রফিকুল হক
পুণ্য-রাতে ভাগ্য খোলে,
সেই আনন্দে মনটা দোলে!
কেউ থাকে না নিরাশ হয়ে
সবাই ছোটে আশা লয়ে।
বিশ্বজুড়ে শবে বরাত
মন্দভাগ্যে চালাও করাত।
ভাগ্য-চাকা খুলছে না রে,
প্রেম-রজনী তোমার দ্বারে।
ঘরে-ঘরে রুটি তৈরি
কেউ হবে না কারও বৈরী,
ইবাদতে সবাই মশগুল,
বিরান-ভাগ্যে ফুটবে ফুল?
বছর ঘুরে এলো আবার
শবে বরাত তোমার-আমার।
মাসলা-টাসলা খুলছো কেন?
শবে বরাত আছে জেনো।
হালুয়া তুই খাবি নারে
পণ করেছিস কেমনতর!
মাসলা-ফাসাদ ভুলে গিয়ে
সরল-সঠিক পথটা ধরো।
শবে বরাত রুটি নিয়ে
করিস কেন মামদোবাজি?
যুগ-জামানায় সবাই জানে
তুই যে বড় ভণ্ড-পাজি।
ধর্মসভায় চোর ঢুকেছে
তাইতে এত ফতোয়া আজ,
ইবলিশ শয়তান আলেম সাজে
ফিতনাবাজি তারই কাজ।
আমল ছাড়া, ইলম ছাড়া
শণ্ঢগুলো দাপায় মাঠে,
ধর্মলেবাস গায়-চাপিয়ে
ঘুমায় ওরা দামি খাটে!
ওরাই এখন ফতোয়া দেয়—
‘শবে বরাত ধর্মে নাই রে’,
মগজধোলাই দিতে হবে
এবার ওদের ধরে-ধরে।
শবে বরাত সবার জন্য,
রাত্রি জেগে হবে ধন্য।
তোমার মনে না-চাহিলে
কষ্ট দিবে অপর-দিলে?
ফতোয়া আজ রাখো তুলে,
সবাই মাতি বিভেদ ভুলে।
পুণ্য-খেয়াল আসবে মনে,
খোদার প্রেমে জ্ঞান হারাবে
সারাবিশ্বে জনে-জনে।
পুণ্যরাতের আগমনে
মন হারিয়ে যাচ্ছে সবার,
দাওয়াত দিলাম সংগোপনে
সবাই মিলে রাত্রি জাগার।
তাইতো রফিক বলছে শেষে:
খোদার প্রেমে এসো ডুবি,
দুঃখ ভুলে, কষ্ট ফেলে
রাতগভীরে চুপিচুপি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: প্রতি রাত শবে বরাত হলে এর কোনো গুরুত্ব থাকতো না। গুরুত্ব থাকবে না। তাই, বছরে একবার।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩০
এম ডি মুসা বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বি, আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।
আপনাকে অশেষ ধন্যবাদসহ শুভকামনা নিরন্তর।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
ভাষাও সুন্দর।
০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কৃতজ্ঞ ভাই্।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
সোনাগাজী বলেছেন:
দোয়া টোয়া করে দেন, প্রতিরাতই শবে বরাতের রাত হোক; দেখেন দিনগুলোকেও করা যায় কিনা