নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তৈল যদি দিতে পারো

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৫



তৈল যদি দিতে পারো
সাইয়িদ রফিকুল হক

তৈল যদি দিতে পারো হবে তুমি বড়ো,
দেশি-বিদেশি-রঙিন তৈল করো জড়ো।
এই দুনিয়া চলছে তৈলের গতিতে,
তৈল দিচ্ছে এখন, দিয়েছে অতীতে।

তৈল ছাড়া কখনোই বাঁচে না বাঙালি,
তৈলের নামে অযথা দিয়ো নাকো গালি।
তৈলে ভাসে নেতা-সাব, তৈলে আসে গতি,
তৈলে খুশি হয় কত সংসারে পতি।

তৈলে হাসে বউঝি’রা সারা দিনমান,
তৈল দিতে ওস্তাদ মূর্খ-নাদান।
তৈলের জোরে আজকে চলে রাজনীতি,
তৈল দিলে বেড়ে যায় সামাজিক প্রীতি।

ভালোমানুষ হয়েও ঘোরো রাস্তায়,
তৈল-জোরে বড় হয় সবে সস্তায়!
তৈল ছাড়া হয় নাকো কারো কোনো গতি,
এই পৃথিবীতে আজ তৈল দামি অতি।

বড়ো কথা বড়ো ভাবে হবে নাকো কাজ,
তৈল যদি দিতে পারো নেতা হবে আজ।
বসে থেকো নাকো তাই, হে বুদ্ধিমান!
রকমারি তৈলে তুমি পাবে সম্মান।

তৈল যদি দিতে পারো, বানরের মতো
গাছে উঠে যাবে তুমি তাড়াতাড়ি কত!
জগতজুড়ে চলছে তৈলমর্দন,
তৈল দিতে না-পারলে করবে রোদন!

বঙ্গে বসেছে আজ ঐ তৈলের হাট,
কাঁড়ি-কাঁড়ি ঢালো তৈল খুলবে কপাট।
ভাগ্য যদি চাও হে একটু ফেরাতে,
মেতে ওঠো এখনই তৈলের খেলাতে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বড়ই আচানক ঘটনা।
আফসোস!

১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আফসোস।
জাতি যে কবে তৈলমুক্ত হবে, তা-ই ভাবছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা।

২| ১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:




আপনি ইহাতে নতুন কি যোগ করলেন?

১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: নতুন ইহাই---তৈল এখনও অপরিহার্য।
ভালোমানুষদের ভবিষ্যৎ ভালো নয়।
অশেষ ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০০

নজসু বলেছেন:



তাইতো, তেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে।
ধন্যবাদ প্রিয় ভাই। ছন্দে ছন্দে সত্য কথন ভালো লেগেছে।

১৫ ই মার্চ, ২০২৪ সকাল ৭:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ, বন্ধু। পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভকামনা নিরন্তর।

৪| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:

৫| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: কতা সইত্য, তেলবাজরাই এখন সফল.......শুভ রাত্রী

১৪ ই মার্চ, ২০২৪ রাত ৯:১৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে,ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা নিরন্তর।
আর শুভরাত্রি।

৬| ১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আমি ভাই কারো ধারধারি না। তেল মেল আমি দিতে পারবো না। আমার জীবন সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.