![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ছবি-ব্লগ।। বৃষ্টিভেজা দুপুর।।
সাইয়িদ রফিকুল হক
আজ সকাল থেকেই বৃষ্টি চলছে খুলনা ও এর আশেপাশে। মনে হয় ঢাকাসহ সারা বাংলাদেশে বৃষ্টি হবে। এমনকি ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
দুপুরে বৃষ্টি কমার পর অপটু হাতে মোবাইল নিয়ে ছবিগুলো তুললাম। ব্লগে এর আগে কখনো ছবি পোস্ট করিনি। ভাবলাম গ্রামে এসেছি। কম্পিউটার নেই। কিছু-একটা করি। কেউ আবার রাগ করবেন না। অলস সময় কাটানো যায় না। কিছু একটা তো করতে হবে। যদি খুব খারাপ হয় তাহলে ডিলিট করে দিবো।......................।
গ্রামের একটা সাঁকো। এখনও এপাড়া-ওপাড়া যেতে সাঁকোর ব্যবহার করতে হয়।
কুটিপানা ঢাকা একটা ছোট্ট পুকুর।
সাঁকোবেষ্টিত গ্রামীণ পথ।
নিস্তব্ধ গাছপালা।
ইলেকট্রিক তারে বসা একটা দোয়েল পাখি কাকে যেন ডাকছে!
ঘন গাছপালা।
গ্রামের আরেকটি মেঠোপথ।
জামরুল ফুল।
এই পথ হারিয়ে গেছে।
ঘন ঝোপঝাড়ে করমচা গাছ।
লাউয়ের মাচা।
দূরের গ্রাম।
০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বি, ফুলটা ফুটে গেলে কদমের মতো মনে হয়।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
২| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: সুন্দর সব ছবি।শহর থেকে দুরে।
০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইজান।
অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।
৩| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই এটা আজ চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে তুলা দুপুর ১ টার ছবি। বৃষ্টি ভেজা দুপুর।
ভাই এটা আজ চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে তুলা দুপুর ১ টার ছবি। বৃষ্টি ভেজা দুপুর।
দেখতে মাগরিব এর পর মনে হলেও এটা দুপুর ১ টার ছবি।
০৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লাগলো।
আপনার ওখানে অন্ধকার আরও বেশি!
ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা।
৪| ০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৪১
ডান বলেছেন: তোমার প্রথম সময়ের জন্য সঠিক ছবি-ব্লগ, খুব ভালো! এটি চলতে থাকুক, ভাই!
০৯ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই।
অনুপ্রাণিত হলাম।
অশেষ ধন্যবাদ। আর ঈদের শুভেচ্ছা রইলো।
৫| ০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রাম মানেই ভালোলাগার জিনিস
ভালো লাগলো ছবি ব্লগ
০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিকই বলেছেন আপু। গ্রাম আমাদের বারবার, সবসময় আকর্ষণ করে।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা নিরন্তর।
৬| ০৯ ই এপ্রিল, ২০২৪ ভোর ৬:১৩
এভেলিন বলেছেন:
আমি এই ছবিটি তুলতে গেলাম, যখন আমি খেলছিলাম https://bitcasino.in/mobile-casino/ এ। এটা সুন্দর ফুল না? :'))
০৯ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৪১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ফুলটা সুন্দর!
আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভকামনা।
৭| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫১
শায়মা বলেছেন: আহা কি সুন্দর গ্রামের ছবি!
জামরুল ফুল আমি দেখেছি।
আরও একটা আছে গোলাপজাম। গোলাপ ফুলের মত গন্ধে সবুজ জামরুল।
০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:০১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন আপু। কেন জানি গ্রাম সবসময় ভালো লাগে। এবার ঈদের ছুটিতে অনেকদিন পরে আসা হলো গ্রামে।
জ্বি, জামরুল ফুলের গন্ধ নিয়েছি ছোটবেলায়। আমারও খুব ভালো লাগে।
আপনাকে অশেষ ধন্যবাদ। আর ঈদের শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
মিরোরডডল বলেছেন:
প্রথম ছবি ব্লগ খারাপ না।
জামরুল গাছ দেখেছি আগে কিন্তু ফুল দেখা হয়নি।
এটা অনেকটা কদম ফুলের মতো।