| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরে যেতে বসেছে আমাদের প্রাণপ্রিয় বংশাই নদী। আমি প্রায় সময় এই নদীর পাড়ে গিয়ে বসে থাকি। চোখের সামনে তিল তিল করে কীভাবে মরে যাচ্ছে এটি তা একটু একটু করে দেখি। দু’চোখ ফেটে জল আসে। কিন্তু কিচ্ছু করার নেই আমার। আমি যে একা.. ভীষণ একা।
বংশাই নদীর সাথে আমার ছেলেবেলাকার অনেক স্মৃতি জড়িত। আমার দুরন্ত কৈশোর কেটেছে এ নদীর বুকে সাঁতার কেটে। তখন কী সুন্দর রূপ ছিলো এর। অথচ এখন----। আশে পাশের কল-কারখানার বর্জ্য এসে এর পানিকে প্রতিনিয়ত দূষিত করে তুলেছে। কালো কুৎসিত হয়ে গেছে পানির রং। দুর্গন্ধ এতোটাই যে নাকে কাপড় না চাপলে দম বন্ধ হয়ে আসে। পুরো বংশাই চষে ফেললেও একটা মাছও মিলবে না এখন। মশারা অবাধে ডিম পেড়ে বাচ্চা ফুটাচ্ছে এর উপর। এর উপর কিছু লোভী মানুষ এর দুপাড় গ্রাস করে চলেছে প্রতিদিন একটু একটু করে। অস্তিত্ব হারাতে বসেছে আমার প্রাণপ্রিয় এ নদীটি।
একসময় নদীর জন্য এ দেশবাসী আফসোস করবে কিন্তু কিছুই করার থাকবে না তখন।

©somewhere in net ltd.