নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০০৬-২০১৬

আলী

© ALI 2006, ALL Rights Reserved

আলী › বিস্তারিত পোস্টঃ

জাগরণ আন্দোলনের প্রথম শহীদ আহমেদ রাজিব হায়দার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

কাল বিকেল সাড়ে চারটার সময়ে চট্টগ্রামে জামালখান প্রেস ক্লাব স্বাধীনতা চত্বরে ব্লগার আহমেদ রাজীব হায়দারের গায়েবানা জানাজা এবং জামাত প্রতিহতকরনের শপথ নেওয়া হবে।



সবাই কালো ব্যাজ ধারন করে আসবেন।



আমরা আমাদের দাবির সাথে নতুন দুইটি দাবি সংজুক্ত করছিঃ



১। সোনার বাংলা ব্লগ বন্ধ, এর মালিক এবং অ্যাডমিনদের আইনের আওতায় আনা।



২। আগামী পরশু দিনের হরতালে সকল স্কুল কলেজ, সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা রেখে, রাস্তায় গাড়ি বের করে জামাতের হরতাল প্রতিরোধ করতে হবে।



আগামী কাল প্রেস ক্লাব স্বাধীনতা চত্বর থেকে আরও একটা বিশেষ ঘোষণা আসবে।



দলে দলে যোগদান করুন, শক্ত হাতে প্রতিরোধ করুন জামাত শিবির।

জয় বাংলা।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

যেড ফ্রম এ বলেছেন: দুইটার সাথেই একমত।

জয় বাঙলা!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

পীপিলিকা বলেছেন: দলে দলে যোগদান করুন, শক্ত হাতে প্রতিরোধ করুন জামাত শিবির।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

shomoyerdam বলেছেন: "থাবা বাবা" নামে এক জঘন্য নাস্তিক ব্লগারকে আততায়ীরা জবাই করে তার বাসার সামনে রেখে গেছে। তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে। তবে একটা ব্যপার লক্ষ্য করলাম যেসব মানুষ নাস্তিক ব্লগারদের সমর্থন করেছেন তাদের অনেকেই থাবা বাবার বিরুদ্ধে কথা বলছে। কারন এই কুকুরটি আমার নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপুর্ন ব্লগ লিখেছিল, নবীর ব্যাঙ্গচিত্র একেছিল।

আমরা এভাবে তাকে খুন করাকে সমর্থন করিনা। তবে আমাদের দাবী, এই জানোয়ারটির যেন জানাযার নামাজ না হয়। তাকে এমনিতে মাটি চাপা দিয়ে রাখা হোক। যেই নবীর নামে আল্লাহ সমগ্র পৃথিবী উৎসর্গ করেছেন সেই নবীকে যে অপমান করে কথা বলে তার ১ বার কেন ১০০ কোটি বার জানাযার নামাজ পড়লেও আল্লাহ ক্ষমা করবেন না। এসব কুলাঙ্গার নাস্তিকদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারেনা।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

পেন্সিল স্কেচ বলেছেন: রাজিব হত্যা কারীর বিচার চাই

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

চিগিমিকি বলেছেন:
ওরা থাবা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, এবং একই সঙ্গে সব ব্লগারের তালিকা ধরে হত্যা করার হুমকি দিয়ে আসছে অনেক আগে থেকেই !

আজকে নতুন করে মনে সন্দেহ উঁকি দিচ্ছে -বিগত ক'মাস ধরে যেসব ব্লগার স্বভাবিক ভাবে বা রোগে ভুগে মৃত্যুবরন করেছেন তাদের মৃত্যু স্বাভাবিক তো ?????????????????????????
(ইমন ভাই তো আমাকে নিজেই বলে ছিলেন এবং আরো অনেকের কাছে এইএকই কথা বলেগেছেন বলে শুনেছি -বিভিন্ন পোস্টের কারণে উনাকে কারা যেন হত্যার হুমকি দিয়েছিল .... )

এবার পড়ায় পাড়ায়, অলিতে গলিতে ওদের সবার তালিকা তৈরি করা হোক। যা থেকে ব্লগ বা অনলাইনের আইডি গুলাও বাদ যাবে না। আর সেই তালিকা পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দেয়া হোক, অনলাইনেও ...

ছাগু এবং ওগুলার বংশবদদের বিরুদ্ধে সবাত্মক যুদ্ধে এই তালিকা ব্যাবহার করে নিজ নিজ এলাকাতেই সবাই ওদের রুখে দিতে পারেন, এভাবেই ওদের খুব সহজে রুখে দেওয়া সম্ভব হবে ............

জয় বাংলা !!!!!!!!!!

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

চিগিমিকি বলেছেন:
ওরা থাবা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, এবং একই সঙ্গে সব ব্লগারের তালিকা ধরে হত্যা করার হুমকি দিয়ে আসছে অনেক আগে থেকেই !

আজকে নতুন করে মনে সন্দেহ উঁকি দিচ্ছে -বিগত ক'মাস ধরে যেসব ব্লগার স্বভাবিক ভাবে বা রোগে ভুগে মৃত্যুবরন করেছেন তাদের মৃত্যু স্বাভাবিক তো ?????????????????????????
(ইমন ভাই তো আমাকে নিজেই বলে ছিলেন এবং আরো অনেকের কাছে এইএকই কথা বলেগেছেন বলে শুনেছি -বিভিন্ন পোস্টের কারণে উনাকে কারা যেন হত্যার হুমকি দিয়েছিল .... )

এবার পড়ায় পাড়ায়, অলিতে গলিতে ওদের সবার তালিকা তৈরি করা হোক। যা থেকে ব্লগ বা অনলাইনের আইডি গুলাও বাদ যাবে না। আর সেই তালিকা পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দেয়া হোক, অনলাইনেও ...

ছাগু এবং ওগুলার বংশবদদের বিরুদ্ধে সবাত্মক যুদ্ধে এই তালিকা ব্যাবহার করে নিজ নিজ এলাকাতেই সবাই ওদের রুখে দিতে পারেন, এভাবেই ওদের খুব সহজে রুখে দেওয়া সম্ভব হবে ............

জয় বাংলা !!!!!!!!!!

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

আঁধার রাত বলেছেন: Shohid er mane ke. Ke kore mara gele shohid hoi?

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

কালোপরী বলেছেন: এই সরকারের কাছে সুষ্ঠু তদন্ত দাবী করছি, প্রজন্ম চত্বর হতে খুনিদের শনাক্ত করার জন্যও আওয়াজ তোলা হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.