নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০০৬-২০১৬

আলী

© ALI 2006, ALL Rights Reserved

আলী › বিস্তারিত পোস্টঃ

অবিরাম যুদ্ধ চলবে, ঘরে বাইরে সর্বত্র। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তারুণ্য

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

সবাই সাবধানঃ



কাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর 'হেফাজত ইসলাম' নামের সংগঠনের ব্যানার মিছিলের আয়োজন করতে যাচ্ছে জামাত-শিবির। সবাই এটা থেকে সাবধান থাকুন। ধর্মপ্রাণ বাঙ্গালির আবেগকে কাজে লাগিয়ে কাল আরেকটি দাঙ্গার সৃষ্টি করতে চাইছে রাজাকার বংশদ্ভূত দলটি।



সবাইকে দয়া করে সতর্ক থাকবেন। তারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ভুলেও তাদের ফাঁদে পা দিবেন না। নাস্তিকতার নামে বিক্ষোভের ভ্রান্ত ধারণা দিয়ে তারা আপনাকে টেনে নিয়ে যাবে রাজাকার-আলবদরদের মুক্তির দাবির মিছিলে।



আমাদের সকল সহযোদ্ধাদের বলছি, চ্যানেল আই সহ কিছু টিভি চ্যানেল ইতিমধ্যে অপপ্রচার শুরু করে দিয়েছে যে শাহবাগ নাকি এখন ছেড়ে দেয়া হবে। এখন থেকে শুধু শুক্রবার সমাবেশ হবে এবং প্রতিদিন কিছু গানবাদ্য হবে। কালকে সকাল থেকে যানবাহন স্বাভাবিকভাবে চলবে। এইসব মিডিয়ার অপপ্রচারের সুযোগ নিয়ে ছাগুরাও লেগে গেছে বিভ্রান্তি ছড়ানোর কাজে।

এইসব মিডিয়ার এবং ছাগুদের অপপ্রচারে বিভ্রান্ত হবেননা। আমরা শাহবাগ ছেড়ে এক মুহুর্তের জন্যেও যাচ্ছিনা। আমাদের সকল দাবী, আল্টিমেটাম আর চেতনার কেন্দ্র বিন্দু এখন শাহবাগ। এখান থেকে দাবী আদায়ের আগ পর্যন্ত ছেড়ে যাবার প্রশ্নই আসেনা।



অবিরাম যুদ্ধ চলবে, ঘরে বাইরে সর্বত্র।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তারুণ্য



এই স্ট্যাটাসটি যত পারেন শেয়ার করুন। আমরা চাই না, জামাত-শিবিরের পাল্লায় পরে পুলিশ কিংবা জনতার হাতে প্রাণ হারাক আমাদের আপন জন। তাই নিজের ভাই-বন্ধু-আত্মীয়স্বজন সবাইকে কালকের সমাবেশের ব্যাপারে সাবধান করুন আর যেভাবেই পারেন জামাত শিবির প্রতিহত করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-১

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.