নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিরাজের লাশ পাওয়া গেল, তকির লাশ পাওয়া গেল।।
এরপরে কে? আপনি?
আমি?
আওয়ামি লিগএর কোন নেতা?
গনজাগরন মঞ্চের কোন সংগঠক বা কর্মী?
কোন ব্লগার?
ছাত্র লিগের কোন নেতা?
যুবলিগের কোন নেতা?
বাসদ, ছাত্র ফ্রন্ট বা ইউনিয়নের কোন নেতাকর্মী?
তাদের সন্তানরা?
কোন মালাউন-ডান্ডি হিন্দু?
কোন সুন্নি আলেম?
কোন সাংবাদিক?
কোন পুলিশ?
কোন নিরীহ মানুষ?
সঠিক করে বলেন, বি এন পি এর নেতাকর্মীরা ছাড়া ঠিক কে এই মুহূর্তে নিরাপদ?
প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেইটা জানি।
আচ্ছা, আবারো প্রশ্ন করি,
যখন রাজিব মারা গেল, তারপরে সে নাস্তিক হইল।
যখন জাফর মুন্সী মারা গেল, তখন সরকারে গণহত্যা চালাইল (আপনাদের মতামত অনুযায়ী)
যখন রাসেল মাহমুদ মারা গেল, তখন এইটা আওামি লিগ-জামায়াত সংঘর্ষ হইয়া গেল।
যখন পুলিশেরা মারা গেল, তখন আপনারা সরকারের দোষ দিলেন, চুপচাপ রইলেন।
যখন পুলিশেরা জামাতিদের প্রতিরোধ করতে চাইল, তখন বললেন এইটা গণহত্যা, দমন-পীড়ন।
কিন্তু আবার যখন, হিন্দুর বাড়ি পুড়ল, মসজিদ-মন্দিরে আগুন ধরল, জাতিয় পতাকা পুড়ল, দোষী বের না করে আপনারা সরকারে কেন নিরাপত্তা দিতে পারেনাই, সেই প্রশ্ন তুললেন।
তাদের তাণ্ডবে কিছু করতে পারলেন না, কিন্তু ঠিক মতই প্রশ্ন তুললেন, গন জাগরন মঞ্চে ছাত্র লিগ উঠে কেন।
ব্লগাররা নাস্তিক, তাদের ফাসির দাবি ঠিক মতই দিতে পারলেন, কিন্তু ১০ আলেম রে হত্তা পরিকল্পনার বিষয়ে চুপচাপ থাকলেন, এমন কি মসজিদে আগুন লাগানোর বা মসজিদের ভিতরে রাজনীতি করা নিয়েও কিছু বললেন না,
যখন ওয়াহিদুল আলম মারা গেল, তখন কইলেন সন্দেহজনক মৃত্যু।
যখন তকি মারা গেল, তারপরেও কারু দোষ পাইলেন না।
যখন মিরাজ মারা গেল, তখন চুপ মাইরা পাবলিক সেফটি কমিটি মারাইতে লাগ্লেন।
সুনামগঞ্জে যখন কোরান পুড়ল, তখন চুপ থাকলেন, কিন্তু ঠিক মতই বিশ্বাস টা করলেন, গনজাগরন মঞ্চ নাস্তিদকের আন্দোলন।
এইগুলিই কি আপনার দোষ নয়? জানি চোখ বুজে থেকে আবারো ম্যা ম্যা করে বলবেন-গণহত্যা, গনতন্ত্র শেষ, ধর্ম শেষ, নাস্তিকরা দেশ খাইয়া ফেলতেছে, বাকশালে দেশ ভাইসা জাইতেছে।
ওকে, চুপ গেলাম, কিন্তু মনে রাইখেন, যে আগুন আপনি-আপনারা জ্বালাচ্ছেন, সেই আগুনে একদিন আপ্নারাই পুড়বেন।
সঙ্ঘাত তখন হবে ওয়াহাবি-সিয়া বা সুন্নিদের মধ্যে, কারন আওয়ামী লিগ বি এন পি থাকবেনা।
বোমা তখন ফুটবে মসজিদের ভিতরে, ছিন্ন ভিন্ন হবে ইমাম, কারন তখন কোন রাজনৈতিক নেতা জীবিত থাকবেনা।
আগুন দেওয়া হবে হয়ত কোন সুফি বা সুন্নির অথবা শিয়ার বাড়িতে, কারন তখন কোন মালাউন-নাস্তিক থাকবেনা।
যদি আমার ঈশ্বর, আমার বিশ্বাস সত্যি হয়, তাহলে এগুলি আপনাদের সাথে ঘটবেই।
কারন আজকে আপনারা নিরব আছেন, অথবা হাত মিলিয়েছেন শকুনের সাথে।
জয় বাংলা।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
নিরব বাংলাদেশী বলেছেন: আমি কারও সাথে হাত মিলাই নাই Click This Link