নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর কিনতু-কিনতু চোখে, নীল মায়াবি আলোকে উঠছে ঝিলমিলিয়ে রং
তোর বিন্দু-বিন্দু ঘামে, গভীর হাতছানিরা নামে থাক মুগ্ধতা বরং
তোকে ধুয়ে-মুছে রাখলে, তোর কাছাকাছি থাকলে থাকে আলোকবর্ষ থেমে
তোকে আজগুবি দেখাব, ঠোঁটে রামধনু ঠেকাব তুলে রাখব ফোটোফ্রেমে
আবার ভেঙে করব চুরমার, তোর আঁকব ছবি বারবার জমানো স্বপ্নভাঙা কাচে
তোকে ঝরিয়ে দিয়ে অঝোরে, সৃষ্টি লন্ডভন্ড করে এক ময়ূরী নাচে।
নাচে, নাচে…
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর।
৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৭
বিজন রয় বলেছেন: তোকে ঝরিয়ে দিয়ে অঝোরে, সৃষ্টি লন্ডভন্ড করে এক ময়ূরী নাচে।
আবার পড়লাম।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫
উদাসী স্বপ্ন বলেছেন: আপনার কবিতাটা পড়ে জাগজিৎ সিং এর একটা গানের কথা মনে পড়ে গেলো। তার চুল বাধা দেখতে দেখতে ভাংলো কাচের আয়না!
৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
শায়মা বলেছেন: আমারও ভাঙ্গা কাঁচের আয়নার গানটাই মনে পড়লো আলীভাইয়া!
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
বিজন রয় বলেছেন: দারুন !! তোর!!
+++